শেষ আপডেট: 1st April 2024 14:22
দ্য ওয়াল ব্যুরো: দিলীপ আছেন দিলীপেই! একের পর এক কুকথায় তাঁর দিকে অভিযোগের তির উঠেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে শোকজও করা হয়। কিন্তু তারপরও বেলাগাম দিলীপ ঘোষ। এবার সপ্তাহের শুরুতেই সিপিএমকে নিশানা করলেন তিনি। ভিখারির সঙ্গে কেউ হাত মেলায় না, সিপিএমের উদ্দেশে এমনই কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
আসন বদলে চিন্তিত নন দিলীপ ঘোষ। বিজেপি তাঁকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী করেছে। সেখানে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। প্রচারে বেরিয়ে তৃণমূল তো বটেই দিলীপের বাঁকা মন্তব্যে থেকে বাদ যায়নি সিপিএমও।
সোমবার সকালে তিনি বর্ধমানের পলাশডিহার চায়ে পে চর্চায় মিলিত হন তিনি। এখানেই তিনি বলেন, “হিংসা-লুটের রাজনীতি যারা করেছে সেই সিপিএম আজ ভিটেছাড়া হয়ে গেছে। সকালে একজনের বাড়িতে গিয়ে বলছে আসুন না জোট করি, আবার বিকেলে অন্য কারোর বাড়িতে যাচ্ছে। ভিখারির সঙ্গে কেউ হাত মেলায় না। ভিখারির সঙ্গে কেউ আত্মীয়তা করে না।”
লোকসভা কেন্দ্রে নিজের চেনা গণ্ডি বদলালেও আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। তাঁর কথায়, “যখন এরাজ্যে বিজেপির কোনও জনপ্রতিনিধি ছিল না, তখন থেকে আমি রাজনীতি করি। কেউ আমায় চিনত না। সেই রাজত্ব করতে এসেছি। যারা এখন চিংড়ি মাছের মতো লাফাচ্ছে তাঁদের জবাব দেব। দিলীপ ঘোষ থাকলে খোলা ময়দান পাবেন না।” সঙ্গে চেনা সুরে দিলীপের হুঁশিয়ারি, “আমি ডায়লগ কম মারি, হাত পা বেশি ছুড়ি ”।
স্থানীয় সিপিএম নেতৃত্বের বক্তব্য, কে বাংলা জিতবে তা ভোটের ফলেই প্রমাণিত হবে। ভোটাররাই দিলীপ ঘোষের বড় বড় কথার জবাব দেবে।
আগাগোড়াই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনাম এসেছেন দিলীপ ঘোষ। তবে সম্প্রতি দুর্গাপুরে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর মন্তব্যে তোলপাড় হয়ে যায়। তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। দলের নেতার এহেন মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে বিজেপিও।