শেষ আপডেট: 30th March 2024 00:01
দ্য ওয়াল ব্যুরো: দলীয় কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে ঢাকুরিয়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। শুক্রবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্ব প্রতিবাদে নামে গেরুয়া শিবির। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেত্রী। যার জেরে ঢাকুরিয়া অঞ্চলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এরপর রাতের দিকে দেবশ্রী চৌধুরীকে আটক করে পুলিশ।
বিজেপির এই বিক্ষোভ-প্রতিবাদের জেরে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে কার্যত অবরুদ্ধ হয়ে যায় ঢাকুরিয়া ব্রিজ। এদিন রাত সাড়ে ৯ টা নাগাদ দেবশ্রী সহ বাকি বেশ কয়েকজন অবরোধকারীদের গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। কার্যত টেনে হিঁচড়ে বিজেপির কর্মী-সমর্থকদের পুলিশের ভ্যানে তোলা হয়।
ঢাকুরিয়ায় বিজেপির নির্বাচনী কার্যালয়ে পতাকা-ফেস্টুন খোলা নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপি কর্মীদের। ওই ঘটনায় বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতেই এদিন ঢাকুরিয়া ব্রিজে প্রতিবাদ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বিজেপি শিবির। দেবশ্রী চৌধুরীর নেতৃত্ব রাস্তায় বসে সন্ধে থেকে প্রতিবাদ শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশের তরফে একাধিকবার তাঁদের রাস্তা ছেড়ে উঠে যেতে অনুরোধ করা হয়। শেষে তাঁদের আটক করে ভ্যানে তুলে নেয় পুলিশ।
আটক হওয়ার আগে এদিন দেবশ্রী জানিয়েছিলেন, দলের তরফে তিন জনের প্রতিনিধি পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশের থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। ওই দলীয় কর্মীদের কী কারণে গ্রেফতার করা হয়েছে, পুলিশকে সেই কাগজ দেখাতে হবে। প্রতিবাদ না তোলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘তৃণমূলের পুলিশকে আমি বিশ্বাস করি না। আগে কাগজ দেখাতে হবে। নাহলে, এখানেই আজ রাতে ঘুমাব।’
প্রসঙ্গত, উত্তরবঙ্গে বিজেপির শক্তঘাঁটি রায়গঞ্জ থেকে সরিয়ে, চব্বিশের লোকসভায় তৃণমূলের গড় বলে পরিচিত কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করেছে বিজেপি। কলকাতা দক্ষিণে ত্রিমুখী লড়াই। বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর উল্টো দিকে রয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায় ও সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। ২০১৯-এর লোকসভা ভোটে রায়গঞ্জ থেকে জেতার পর মোদীর মন্ত্রিসভায় দেবশ্রী চৌধুরীকে প্রতিমন্ত্রী করা হয়। পরে তাঁর মন্ত্রিপদ চলে যায়। এবার তাঁর লোকসভা কেন্দ্রও বদলে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে অচেনা পিচে লড়াইয়ের জন্য জোরকদমে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী।