Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ছোট পর্দায় ফিরছেন সন্দীপ্তা, এবার হিন্দি সিরিয়ালের নায়িকা রূপে নিজেকে প্রমাণ করবেন 'দুর্গা' পণের জন্য মারধর, শ্বশুরের যৌন হেনস্থায় সায় ছিল স্বামীর! শেষমেশ মেয়েকে নিয়ে আত্মঘাতী বধূ'মমতার মতো প্রধানমন্ত্রী পার্টি আর সরকারি সভাকে গুলিয়ে ফেলেন না', খোঁচা দিলীপেরআত্মহত্যার হুমকি দিয়েছিলেন আগেই! ওড়িশায় ছাত্রী-মৃত্যুতে 'প্রাতিষ্ঠানিক হত্যা' বলছেন বিরোধীরা খেজুরির মেলায় দু'জনের মৃত্যুতে রাজনৈতিক তরজা, দ্বিতীয়বার ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে পরিবারভারতে ঢুকল টেসলা, এসইউভি ওয়াই মডেল দিয়ে শুরু, দামের পুরো তালিকা দিল মাস্কের কোম্পানিমৃত্যু হয়েছিল অন্তত ১০ বছর আগে! হায়দরাবাদের কঙ্কাল কাণ্ডে মোড় ঘোরাল পুরনো ফোন, বাতিল নোটভারতে 'এন্ট্রি' নিল টেসলা, মুম্বইয়ে প্রথম শোরুম খুলল ইলন মাস্কের কোম্পানিক্যালিফোর্নিয়ার রাস্তায় 'মানুষের চামড়ার' টেডি বিয়ার! তদন্তে যা জানা গেলইউনুসের ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, বলছে বাংলাদেশ পুলিশ, উল্টো সুর প্রধান উপদেষ্টার

মোদীর মুখে ঘোড়া লাইব্রেরি, দুর্গম পাহাড়ে পড়ুয়ার দুয়ারে বই পৌঁছে দিচ্ছে অবলা প্রাণী

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশ ভেঙে দেবভূমি নামে খ্যাত উত্তরাখণ্ড (Uttarakhand) পৃথক রাজ্য হয়েছে প্রায় আড়াই দশক হতে চলল। তারপরও রাজ্যের দুর্গম পাহাড়ি এলাকায় অনেক গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ নেই। নেই এমনকী হাঁটার মতো পথও। তার উপর ধস, বন্

মোদীর মুখে ঘোড়া লাইব্রেরি, দুর্গম পাহাড়ে পড়ুয়ার দুয়ারে বই পৌঁছে দিচ্ছে অবলা প্রাণী

শেষ আপডেট: 24 September 2023 05:13

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশ ভেঙে দেবভূমি নামে খ্যাত উত্তরাখণ্ড (Uttarakhand) পৃথক রাজ্য হয়েছে প্রায় আড়াই দশক হতে চলল। তারপরও রাজ্যের দুর্গম পাহাড়ি এলাকায় অনেক গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ নেই। নেই এমনকী হাঁটার মতো পথও। তার উপর ধস, বন্যা, ভূমিকম্প তো লেগেই আছে।

তাতে কী! এত প্রতিকূলতা সত্ত্বেও লেখাপড়ায় খামতি নেই এই পাহাড়ি রাজ্যটিতে। বরং অন্য পাহাড়ি রাজ্যের তুলনায় উচ্চশিক্ষার হার খানিক ভাল। দিল্লির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যমেও উত্তরাখণ্ডের মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। আর এর পিছনে আছে লেখাপড়ার প্রতি উত্তরাখণ্ডিদের প্রবল টান। কারণ, রাজ্যে চাকরি-কর্মসংস্থানের সুযোগ কম থাকায় পড়ালেখা করে অন্যত্র চাকরির সন্ধানে যেতে হয়। তাই পড়ালেখার প্রতি টান বরাবর বেশি।

তাই তো দুর্গম গ্রামে পড়ুয়ার দুয়ারে বইপত্র পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ শুরু হয়েছে সেখানে, যা এক কথায় ঘোড়া লাইব্রেরি (Horse library) পরিষেবা নামে পরিচিত। ঘোড়ার পিঠে বইয়ের সম্ভার চাপিয়ে তা পৌঁছে দেওয়া হয় দুর্গম গ্রামে। কেউ চাইলে দু-দণ্ড দাঁড়িয়ে বই পড়তেও পারেন। দুর্গম এলাকায় ঘোড়া যাওয়ার মতো রাস্তাটুকুও নেই বহু এলাকায়। সেই প্রতিকূলতা অতিক্রম করে গত এক বছরে বিভিন্ন গ্রামে প্রায় দু-হাজার পড়ুয়ার কাছে ছয়শো বই পৌঁছে দিয়েছে ঘোড়া লাইব্রেরি পরিষেবা প্রকল্প।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তরাখণ্ডের এই শিক্ষা প্রকল্পের প্রশংসা করেছেন। হিমস্থান সংস্থা নামে একটি প্রতিষ্ঠান এই প্রকল্প চালু করেছে। তারা বেছে নিয়েছে সেই সব গ্রামগুলিকে, যেখান থেকে পড়ুয়াদের নিয়মিত স্কুলে আসা সম্ভব হয় না। এমনকী স্কুল থেকে দেওয়া বিনা পয়সার সরকারি বই নিতেও অনেক সময় পড়ুয়া, অভিভাবকদের আসা কঠিন হয়ে পড়ে। কিন্তু ঘরে বসে পড়াশুনো চালিয়ে যেতে বইয়ের অভাব দূর হয়েছে ঘোড়া লাইব্রেরির সুবাদে।

হারিয়ে গিয়ে কেঁদে আকুল ৪ বছরের ছেলে, আসানসোল ট্রাফিক গার্ড মায়ের কোলে ফিরিয়ে দিল


ভিডিও স্টোরি