শেষ আপডেট: 21st July 2024 23:59
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দুর্গাপুজো মানেই থিমের বাহার। কোন পুজোর থিম সবথেকে বেশি লোক টানতে পারল, সেটাই একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে।
শহরের একাধিক বড় পুজোগুলির মধ্যে একটি হল লেবুতলা পার্ক। প্রতিবার তাঁদের থিম চমকে দেয়। এবারেও তার ব্যতিক্রম হবে না। এই দুর্গাপুজোয় কী চমক থাকছে তাঁদের থিমে?
লেবুতলা পার্কের পুজোর মূল উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। তিনি জানাচ্ছেন, ''আগের একবার পুজোতে রাষ্ট্রীয় অনুভূতি ছিল। গত বারের পুজোতে ধর্মীয় অনুভূতি ছিল। আর দুর্গাপুজো মানেই তো ধর্মীয় অনুভূতি, তার সঙ্গে এবার থাকবে বিজ্ঞানের চমক।'' এবারের লেবুতলা পার্কের থিম আমেরিকার লস ভেগাসের বিজ্ঞানের সঙ্গে প্রকৃতির সংমিশ্রণ।
সজলের কথায়, অনুভূতি সেটাই যা প্যান্ডেল দেখে মানুষকে জুতো খুলতে বাধ্য করে। অনুভূতি সেটাই যখন মানুষ জাতীয় পতাকা নিয়ে পুজো দেখতে আসেন। তবে এবার অনুভূতির সঙ্গে অনুভব থাকতে চলেছে। পুরো বিষয়টিই একটু অন্যরকম হবে। প্রতিবারই তো এক রকম করলে হবে না, এমনই বক্তব্য তাঁর।
দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। হিসেব করলে দেখা যাবে, আর মাত্র আড়াই মাসের মধ্যেই পুজোর ঢাক বাজতে শুরু করে দেবে চারিদিকে। সেই প্রেক্ষিতে শহরের বেশিরভাগ পুজো পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে থিম বা প্যান্ডেল, প্রতিমা সজ্জার। এখন দেখার বাকি পুজোগুলির মতো লেবুতলা পার্ক কতটা আলোড়ন সৃষ্টি করতে পারে এ বছর।