শেষ আপডেট: 13th December 2023 20:58
দ্য ওয়াল ব্যুরো: এর আগে বহু সাফল্য পেয়েছেন, তেমনি পেয়েছেন স্বীকৃতিও। লিয়েন্ডার পেজ টেনিসের অনন্য মুকুট মাথায় পরছেন। টেনিসের হল অব ফেমে জায়গা করে নিলেন বেকবাগান রো-র ছেলেটি। যিনি টেনিস বিশ্বে কিংবদন্তি হিসেবে সম্মান পান।
টেনিসের হল অব ফেম এই বন্ধনীতে রাখা হয়েছে বিশ্বের তাবড় তারকাদের। তার মধ্যে লিয়েন্ডার ছাড়াও বিজয় অমৃতরাজকে রাখা হয়েছে। বিজয়ও ভারতীয় টেনিসের গোল্ডেন বয়।
এই দুই নামী ক্রীড়াবিদ ছাড়াও সাংবাদিক ও নামী টেনিস লিখিয়ে রিচার্ড ইভান্সও এই সম্মানে ভূষিত হয়েছেন। সারা জীবনে মোট ১৮টি গ্র্যান্ডস্লাম জিতেছেন পেজ। তিনি জানিয়েছেন, তিন দশকের বেশি সময় ধরে টেনিস খেলছি। এর থেকে বড় সম্মান হতেই পারে না। এটা শুধু আমার নয়, পাশাপাশি সব ভারতীয়দের কাছেও এটা বড় পুরস্কার। এতদিন পরে মনে হচ্ছে টেনিস খেলা সার্থক।
লিয়েন্ডার ভারতকে বহুবার গর্বের মুহূর্ত এনে দিয়েছেন। তিনি ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন আন্দ্রে আগাসিকে হারিয়ে। ২০২৩-২৪ মরশুমের জন্য টেনিসের হল অব ফেমে স্থান করে নিয়েছেন কারা ব্ল্যাক, কার্লোস মোয়া, আনা ইভানোভিচ, ড্যানিয়েল নেস্টর, ফ্লভিয়া পেনেত্তা।
বিজয় অমৃতরাজকে দেওয়া হচ্ছে শুধু খেলোয়াড় হিসেবে নয়, তিনি পাচ্ছেন টেনিসে তাঁর অবদানের জন্যও। তিনি খেলা থেকে অবসর নিয়ে ধারাভাষ্য দিয়েছেন। পাশাপাশি বিশেষজ্ঞের ভূমিকা পালন করেছেন। নিয়মিত লেখেন কলামও।