শেষ আপডেট: 13th August 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: চমক দেখাল ইস্টবেঙ্গল। তারা আনোয়ার আলিকে নিয়ে নিয়েছে এত ডামাডোলের মধ্যেও। মঙ্গলবার ছিল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৫তম জন্মদিবস। সেই উপলক্ষ্যে এদিন বিকেলের অনুষ্ঠানে কর্তারা আনোয়ারের হাতে লাল হলুদ জার্সি তুলে দিলেন। আনোয়ারকে নেওয়া ইস্টবেঙ্গলের নৈতিক জয়।
এদিন লিয়েন্ডার পেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর পুরস্কার নেওয়ার মঞ্চে সমর্থকদের কাছে প্রাপ্তি দেশের সেরা ডিফেন্ডার আনোয়ারের হাতে ক্লাবের পতাকা। আনোয়ারকে লাল হলুদ দল পাবে কীনা, সেই নিয়ে জল্পনা চলছিল। কিন্তু ২২ অগস্ট প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভার আগেই তারা আনোয়ারকে নিয়ে চমক দেখিয়েছে। এই মুহূর্তে আনোয়ারকে ডুরান্ড কাপের জন্য নাম নথিভুক্ত করা যাবে কীনা, সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আনোয়ারকে ১৮ অগস্ট ডার্বি ম্যাচে খেলাতে হলে ইস্টবেঙ্গলকে ঝুঁকি নিতে হবে। কারণ ২২ অগস্ট আনোয়ারের বিপক্ষে সিদ্ধান্ত গেলে তাঁকে নির্বাসিত হতে হবে। তবে ফেডারেশন জরিমানা করলে সেই অর্থ ইস্টবেঙ্গল ও আনোয়ার দু’জনে মিলে দেবে।
আনোয়ারকে মোহনবাগানের মুখ থেকে নিয়ে জবাব দিল লাল হলুদ দল। এই মুহূর্তে বাগানের রিলিজ অর্ডার আর দরকার হবে না। তবে মোহনবাগানের লোন চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই করার জন্য তাঁকে জরিমানা দিতে হবে।
এদিকে, দুপুর আড়াইটা থেকে ক্লাবের মাঠে ক্লাবের প্রাক্তন ফুটবলারদের মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ হয়। ম্যাচে পল্টু দাস একাদশ ১-০ গোলে হারায় জীবন চক্রবর্তী একাদশকে। গোল করেন আলভিটো ডি' কুনহা।
দীপক (পল্টু) দাসের প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, সচিব রূপক সাহা, দেবব্রত সরকারসহ প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ক্লাব তাঁবুতে তিনটি শীততাপ নিয়ন্ত্রিত ভ্যানে রক্তদান শিবির হয়েছে। রক্তদান করেন ২০০ জন। রক্তদাতাদের হাতে কোচ কার্লোস কুয়াদ্রাতের সই করা সার্টিফিকেট দেওয়া হয়েছে।
নামী চিকিৎসক মন্ডলীর দ্বারা পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বাস্থ্য সচেতনতা শিবিরে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুবীর হালদার, ডাঃ শাম্ব সমাজদার, ডাঃ গৌতম কর, ডাঃ বিবর্তন সাহা, ডাঃ রক্তিম ঘোষI