শেষ আপডেট: 19th June 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে গোলমেশিন ডেভিড নিশ্চিত হয়ে গিয়েছে আগেই, এবার দলবদলে চমক মোহনবাগানের। আগামী মরশুমের জন্য সবুজ মেরুনে যোগ দিলেন দুই মিজো তারকা। মুম্বই সিটির মিডফিল্ডার লালেংমাউইয়া রালতে (আপুইয়া) এলেন তিন বছরের চুক্তিতে। তাঁর সঙ্গে মোহনবাগানের রফা হয়েছে মোট ছ’কোটি টাকার।
মুম্বই সিটির হয়ে গত মরশুমে দারুণ খেলেছিলেন আপুইয়া। তিনি মাঝমাঠের চালিকাশক্তি ছিলেন আইএসএল জয়ী দলের। আইএসএল ফাইনালে বাগানের বিরুদ্ধে ঝলসে উঠছিলেন এই তরুণ তারকা। মোহনবাগান কর্তারা তাঁকে নিতে মরিয়া ছিলেন। ভারতীয় ফুটবলারদের মধ্যে তাঁর চাহিদা ছিল সবচেয়ে বেশি। আপুইয়াকেই নয়, এমনকী মিজোরামের অন্য তারকা লালরিনজুয়ালাকেও নিয়েছে বাগান। তিনি ‘বি’ দলের হয়ে প্রস্তুতি সারছেন কোচ ডেগি কার্ডেজোর তত্ত্বাবধানে।
মোহনবাগান সিনিয়র দলের কোচ মোলিনা আসতে পারেন জুলাই মাসের শেষদিকে। তার আগে দল কলকাতা লিগ খেলবে। মোহনবাগান দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। সেই লক্ষ্যে দলের রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালী করা হচ্ছে। এমনিতেই এবার বাগানে ভারতীয় দলের অধিকাংশ ফুটবলারকে সই করানো হয়েছে। আগে থেকেই ছিলেন আনোয়ার, অনিরুদ্ধ থাপা, আবদুল সামাদ, লিস্টন, মনবীররা। এবার আপুইয়া যোগ দেওয়ায় দল আরও জমাট হয়েছে।
দলের বিদেশিদের মধ্যে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, ভিক্টররা রয়েছেন। ইতিমধ্যেই নিশ্চিত হয়েছেন অস্ট্রেলীয় আরও এক তারকা জেমি ম্যাকলারেন। আরও তিন বিদেশিকে নেওয়া হবে মোলিনা দলে যোগ দেওয়ার পরেই।