শেষ আপডেট: 4th May 2024 13:50
দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই মহিলা রাজ্যপাল বোসের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।
সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে আট জনের তদন্তকারী দল গঠন করেছে লালবাজার। এ ব্যাপারে শুক্রবার রাজভবনে যান তদন্তকারী পুলিশের আধিকারিকরা। এব্যাপারে তাঁরা রাজভবনের কয়েকজন কর্মীর সঙ্গে কথাও বলেছিলেন।
সূত্রের খবর, অভিযোগের সত্যতা যাচাই করতে এবার রাজভবনের ওসির কাছে সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ চাওয়া হল। তবে এব্যাপারে অফিসিয়ালি পুলিশের কোনও কর্তা প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
রাজভবনে কর্মরত মহিলা কর্মীর দাবি, রাজভবনেই শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলে মত রাজ্যপালের। বিবৃতি দিয়ে ‘সাজানো’ অভিযোগ বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, বৃহস্পতিবার রাতেই বিবৃতিতে এও বলা হয়, রাজভবন চত্বরে পুলিশ ঢুকতে পারবে না। একইসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবনে ঢোকার অনুমতি দেওয়া হবে না।
যদিও কলকাতা পুলিশের দাবি, এরকম কোনও তথ্য তাঁদের কাছে নেই। পুলিশ এও জানিয়েছে, তরুণীর অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। শুক্রবারও অভিযোগকারিনীর সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্তারা।
এদিকে ভোটের মাঝে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বোসের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমালোচনায় সরব তৃণমূল। শুক্রবার নির্বাচনী সভা থেকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
দলের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, "যদি উনি কিছু না করে থাকেন, সবটাই যদি ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে উনি ভিডিও ফুটেজ সামনে আনছেন না কেন?"