শেষ আপডেট: 30th April 2024 18:27
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরের পর এবার রাজভবন, জাদুঘর। নাশকতার হুমকি দিয়ে কলকাতার একাধিক জায়গায় এল ইমেল। বোমাতঙ্কের হুমকি ইমেল এসেছে নবান্নেও। তদন্তে নেমেছে লালবাজার।
রাজভবন, জাদুঘরের বিভিন্ন জায়গায় বোমা রাখা আছে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার এমনই হুমকি মেল পাঠানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই শোলগোল পড়ে গিয়েছে।
এদিন দুপুরে প্রায় একই সময়ে রাজভবন, কলকাতা জাদুঘর সহ বিভিন্ন জায়গায় হুমকি ইমেল এসে পৌঁছয়৷ সেখানে দাবি করা হয়েছে, রাজভবন, জাদুঘরে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে৷ এই খবর পাওয়ার পরই কলকাতা পুলিশের এসটিএফ টিম সক্রিয় হয়েছে৷ মেলে যে সব জায়গার উল্লেখ করা হয়েছে সেখানে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সবকটি জায়গায়ই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
কোন ইমেল আইডি থেকে মেল পাঠানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ জানা গেছে, হাওড়ার একটি সরকারি দফতরেও এই হুমকি ইমেল এসেছে৷ একই ইমেল আইডি থেকে সবকটি জায়গায় মেল পাঠানো হয়েছে বলে খবর৷
অন্যদিকে, কলকাতা বিমানবন্দরেও তিন দিনে দু'বার বোমাতঙ্ক ছড়ায়। গত শুক্রবারের পর গতকাল সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ফের হুমকি ইমেল আসে। তাতে লেখা ছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা লুকনো রয়েছে। যে কোনও মুহূর্তে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ। যাত্রীদের প্রবেশের সময়ে জোরকদমে তল্লাশি চলছে। তড়িঘড়ি বিমানবন্দরের ভিতরে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ভরদুপুরে বিমানন্দরের অন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।