শেষ আপডেট: 3rd May 2024 20:49
দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী। সেই অভিযোগের তদন্তে তৎপর কলকাতা পুলিশ।
লোকসভা ভোটের মধ্যেই নজিরবিহীন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। রাজভবনে দু'মাসে, দু'বার তাঁর শ্লীলতাহানি হয়েছে বলে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজভবনেরই কর্মী। বৃহস্পতিবার রাতে এই খবর প্রকাশ্যে আসার পরই বাংলার রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। নিন্দায় সরব হয় তৃণমূল। যদিও ‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ' বলে বিবৃতি দিয়ে জানিয়েছেন সি ভি আনন্দ বোস।
ইতিমধ্যেই রাজভবনের মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ অনুসন্ধানের কাজ শুরু করেছে। লালবাজার সূত্রের খবর, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে স্পেশাল এনকোয়ারি টিম বা সেট গঠন করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ অনুসন্ধান দলে রয়েছেন মোট ৮ জন সদস্য। সূত্র মারফত এও জানা গিয়েছে, শুক্রবার রাজভবনে যান বেশ কয়েকজন পুলিশের আধিকারিক। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
রাজভবনে কর্মরত মহিলা কর্মীর দাবি, রাজভবনেই শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলে মত রাজ্যপালের। বিবৃতি দিয়ে ‘সাজানো’ অভিযোগ বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, বৃহস্পতিবার রাতেই বিবৃতিতে এও বলা হয়, রাজভবন চত্বরে পুলিশ ঢুকতে পারবে না। একইসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবনে ঢোকার অনুমতি দেওয়া হবে না। কলকাতার পাশাপাশি দার্জিলিং এবং ব্যারাকপুরেও রয়েছে রাজভবন। চন্দ্রিমার প্রবেশাধিকার সেখানেও নিষিিদ্ধ করা হয়েছে। এমনকী চন্দ্রিমা কোনও অনুষ্ঠানে থাকলে সেখানেও রাজ্যপাল যাবেন না বলে জানানো হয়েছে।
যদিও কলকাতা পুলিশের দাবি, এরকম কোনও তথ্য পুলিশের কাছে নেই। সে কারণেই ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে সেট গঠন করে তদন্ত শুরু করা হয়েছে। শুক্রবারও অভিযোগকারিনীর সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্তারা।
এদিকে ভোটের মাঝে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বোসের বিরুদ্ধে ওঠা অভিযোগের সমালোচনায় সরব তৃণমূল। শুক্রবার নির্বাচনী সভা থেকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।