শেষ আপডেট: 1st May 2024 10:51
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে মর্মান্তিক খবর এল কলকাতার দুই প্রান্ত থেকে। জোড়া খুনে চাঞ্চল্য ছড়াল শহরে।
সূত্রের খবর, বেনিয়াপুকুরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, ছেলেটির বাবাই নির্মমভাবে কুপিয়ে তাকে খুন করেছে। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ছেলেটি প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত। এই নিয়ে বাবা-ছেলের অশান্তি ছিল রোজের ব্যাপার। অভিযোগ, মঙ্গলবার রাতে স্ক্রু ড্রাইভার দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করে বাবা। ঘটনার তদন্ত করছে পুলিশ।
অন্যদিকে ময়দানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফরেন্সিক টিম।
কে ওই মহিলা, কীভাবে মৃত্যু, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমকিভাবে অনুমান, খুন করা হয়েছে মহিলাকে। অন্য জায়গায় খুন করে দেহ ফেলে যাওয়া হয়েছে নাকি সেখানেই খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রমাণ লুকনোর জন্য দেহ পোড়ানোর চেষ্টাও হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে ব্রিগেডে প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকেই পচা গন্ধ পান। তারপর তাঁরা দেখেন দলাপাকানো আধপোড়া দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের তরফে জানানো হয়েছে, কে ওই মহিলা তা এখনও জানা যায়নি। বয়স ৩২ বছরের আশপাশে। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। তদন্তে নেমেছে ময়দান থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখা।