শেষ আপডেট: 27th July 2024 11:25
দ্য ওয়াল ব্যুরো: কারগিল বিজয় দিবস উপলক্ষে গতকাল, শুক্রবার দ্রাস সেক্টরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান ও তাদের জঙ্গি কার্যকলাপ নিয়ে হুঁশিয়ারি দেওয়ার পরদিনই আজ, শনিবার গুলিতে তার জবাব দিল পাকিস্তান। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাক জঙ্গি ও সীমান্ত বাহিনীর যৌথ হামলায় এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। মেজর পদমর্যাদার এক অফিসারসহ আরও ৪ জনকে গুলিতে ঘায়েল করেছে পাক জঙ্গিদল। এই সংঘর্ষে একজন পাক জঙ্গিকে খতম করা গিয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।
শনিবার সকালে কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর আচমকা গুলি চালাতে শুরু করে পাক জঙ্গিরা। উত্তর কাশ্মীরের ত্রেহগাঁও সেক্টরের কুমকাডি ছাউনির কাছে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে। এই ঘটনায় পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের জওয়ানরা ছিল বলে অনুমান সেনাবাহিনীর চিনার কোর-এর।
প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি সরকারি সেনাবাহিনী ও এসএসজি কমান্ডো থেকে লোক নিয়োগ করে ব্যাট তৈরি করা হয়। এরা জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সমন্বয় রক্ষার কাজ করে। কুপওয়ারার ম্যাকহিল সেক্টরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই এখনও চলছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবারই প্রধানমন্ত্রী মোদী কারগিলে গিয়ে বলেছিলেন, পাকিস্তানের ঘৃণ্য চক্রান্ত কোনওদিন সফল হবে না। একের পর এক হামলা চালিয়েও ভারতের কাছে হার মানতে হয়েছে। তাতেও ওদের উচিত শিক্ষা হয়নি। ওরা মারলে, আমরাও উচিত জবাব দেব। সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই মোদীর ভাষণকে গুলিতে জবাব দিল পাকিস্তান।
সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় ৪০-৫০ জন পাক জঙ্গি কাশ্মীরের পাহাড়ি এলাকায় ঢুকে পড়েছে। এরা পাক সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষিত। তাছাড়াও এদের কাছে মার্কিন এম ফোর কার্বাইন রাইফেল, যাতে নাইট ভিসন যন্ত্র লাগানো আছে, এরকম অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আছে।