শেষ আপডেট: 26th December 2023 13:05
দ্য ওয়াল ব্যুরো: বর্ষশেষের উৎসবের মরশুম বলে কথা, একে বড়দিন, তারপরেই নতুন বছর! এসব উদযাপন কি আর ঘরে বসে হয়! তাই বাক্স প্যাঁটরা গুছিয়ে হিমাচলের পথে রওনা দিয়েছেন ভ্রমণবিলাসীরা। আর তাতেই পর্যটকদের ভিড়ে শৈলশহরে তুমুল যানজট! ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে গাড়ি। সেই জ্যামে ফেঁসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিলেন এক চালক। তাই গাড়ির ভিড় কাটিয়ে এগিয়ে যেতে অভিনব বুদ্ধি বের করেন তিনি। তাঁর বাহন মাহিন্দ্রা থর, যে গাড়ি নাকি রণে-বনে-জলে-জঙ্গলে সর্বত্র চলতে পারে! তারই পরীক্ষা হয়ে গেল সেদিন। ভিড় রাস্তা থেকে জলে নেমে রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর উপর দিয়ে দিব্যি গাড়ি চালিয়ে গাড়ি আর মানুষের ভিড় পিছনে ফেলে এগিয়ে গেলেন তিনি।
সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গেছে, হিমাচল প্রদেশের লাহুল উপত্যকায় চন্দ্রা নদীর উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই চালক। ৭ সেকেন্ডের ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে, নদীতে জলস্তর খুব বেশি না থাকলেও সেটি যে একবারে শুকনো, তাও নয়। সেই পাহাড়ি নদীর উপর দিয়েই এঁকেবেঁকে এগিয়ে চলেছে কালচে রঙের মাহিন্দ্রা থর গাড়িটি।
নেটিজেনরা অবশ্য এই ভিডিও দেখে অত্যন্ত উদ্বিগ্ন। ট্রাফিক জ্যাম এড়াতে গিয়ে ওই চালক বেশিই ঝুঁকি নিয়ে ফেলেছেন বলে দাবি তাঁদের। নদীতে বেশি জল থাকলে বড় বিপদ হতে পারত বলেও আশঙ্কা করছেন অনেকে। বিষয়টি একেবারেই ভালভাবে নেয়নি পুলিশও। জানা গেছে, এই ভিডিও চোখে পড়া মাত্রই পুলিশ এসইউভির চালককে একটি চালান ইস্যু করেছে। ১৯৮৮ সালের মোটর ভেহিকেল আইনের অধীনে চ্যালেঞ্জ করা হয়েছে চালককে এবং ভবিষ্যতে কেউ যাতে এমন অপরাধ না করে তা নিশ্চিত করার জন্য, পুলিশের তরফে ওই জায়গায় কর্মী মোতায়েন করা হয়েছে, বলে জানা গেছে।
#Video: Tourist Drives Thar SUV Through River To Beat Himachal Traffic Jam@anandmahindra Sir????#HimachalPradesh #Mahindra #Thar #SUV #AnandMahindra pic.twitter.com/gpVdItnbvi
— सचिन कुमार {Sachin Kumar}???????? (@SachinKrIndia) December 25, 2023
বড়দিন উদযাপন করতে এবং লাহুল উপত্যকায় তুষারপাত দেখতে পর্যটকরা কুলু-মানালিতে ভিড় করছেন। তার জন্যই ক্রিসমাসের সন্ধ্যায় লাহুল থেকে মানালি যাওয়ার পথে একাধিক জায়গায় তুমুল যানজট দেখা গিয়েছিল। গত তিন দিনে প্রায় ৫৫ হাজার গাড়ি লাহুল, স্পিতি এবং কুলুর সংযোগকারী রোহতাং-এর অটল টানেল অতিক্রম করেছে বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের রাস্তায় সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার গাড়ি। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের অনুমান, নববর্ষ উদযাপনের জন্য এই সপ্তাহে ১ লক্ষেরও বেশি যানবাহন সিমলায় প্রবেশ করবে।
পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৬০ হাজার গাড়ি শহরের রাস্তার ধারে পার্ক করা আছে। সপ্তাহের সাধারণ দিনগুলিতে গড়ে দিনে প্রায় ১২ হাজার যানবাহন সিমলায় প্রবেশ করে। আর পর্যটন মরশুমে সপ্তাহান্তে এই সংখ্যাটি ২৬ হাজারের বেশি হয়ে যায়। এই অবস্তায় ট্রাফিক সামাল দেওয়া পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।