শেষ আপডেট: 9th July 2023 13:09
দ্য ওয়াল ব্যুরো: বর্ষার মাঝামাঝিতেও বৃষ্টির (rain) দেখা নেই দক্ষিণবঙ্গে। দু-তিন দিন টানা বৃষ্টি, তারপর ফের শুকনো। চড়া রোদ আর আপেক্ষিক আর্দ্রতায় নাজেহাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মানুষজন। কিন্তু সেই চিত্রই বদলে গেছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জেলা ভারী বর্ষণে বিপর্যস্ত। জায়গায় জায়গায় ধস নেমেছে। ব্যাহত জনজীবন। একই চিত্র সমগ্র উত্তর ভারত জুড়ে। দিল্লি, নয়ডা তো বটেই, হিমাচলপ্রদেশ থেকে জম্মু-কাশ্মীর, সর্বত্রই ভয়ঙ্কর অবস্থা।
হিমাচলপ্রদেশ এমনিতে বাঙালির অত্যন্ত পছন্দের জায়গা। সিমলা (Shimla), কুলু, মানালি কিংবা নৈনিতাল-প্রতিবছর ভিড় করেন পর্যটকরা। কিন্তু সেই হিমাচলই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত (Himachal Pradesh Flood)। লাগাতার বৃষ্টিতে কোথাও ধস নেমেছে, তো কোথাও ভেঙেছে বাঁধ। জায়গায় জায়গায় জলস্তর বেড়ে রাস্তার উপর দিয়েই প্রবল বেগে বয়ে চলেছে নদী। সেই সঙ্গে রয়েছে হড়পা বান, যা ইতিমধ্যেই প্রাণ কেড়েছে একাধিক জনের।
রবিবার পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে ইতিমধ্যেই বহু বাড়ি তলিয়ে গেছে জলের তলায়। পাশাপাশি, এখনও পর্যন্ত বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন।
এর সঙ্গে রয়েছে ধসের ঘটনা। সিমলার একটি পরিবারের ৩ সদস্যের মৃত্যু হয়েছে বাড়ির ছাদ ভেঙে পড়ে। কুলুতে বাড়ি ভেঙে এক মহিলার মৃত্যু হয়েছে।
শনিবার রাতে এক ব্যক্তি ধসের কবলে পড়ে জীবন্ত তলিয়ে গিয়েছেন জলের তোড়ে। গত ৩৬ ঘণ্টায় এখনও পর্যন্ত ১৩টি রাস্তায় ধসের খবর মিলেছে।
পাশাপাশি হিমাচলের একাধিক জায়গায় ৯টি হড়পা বান আছড়ে পড়ার খবর পাওয়া গেছে। বিপর্যয়ের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে অটল টানেল এবং রোটাং পাস।
মানালির মণিকরণ উপত্যকায় মণিকরণ সাহিব গুরুদ্বার ভেসে গেছে জলের তোড়ে।
কোথাও বা রাস্তার উপর দিয়ে যাওয়া, কিংবা পার্ক করে রাখা গাড়ি খেলনার মতো ভেসে গেছে স্রোতে।
বিয়াস নদীর জল ঢুকে ভাসিয়ে দিয়েছে মান্ডির পঞ্চভক্ত্রা মন্দির।
চোখের সামনে জলে তলিয়ে গেছে আস্ত লোহার সেতু।
নদীর গ্রাসে চলে গেছে আস্ত এটিএম কাউন্টার।
সব মিলিয়ে হিমাচলকে চেনা ভার! প্রিয় রাজ্য চোখের সামনের ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আর সেসব ভিডিও দেখে অনেকেরই চোখে জল।
জম্মু ও কাশ্মীরের মাঝে টানেল সংলগ্ন জাতীয় সড়ক তলিয়ে গেছে জলের তলায়। বিপর্যয়ের জেরে এই মুহূর্তে মোট ৭৩৬টি রাস্তায় বন্ধ করা হয়েছে যান চলাচল। প্রশাসনের পক্ষ থেকে এইসময়ে পর্যটকদের উত্তর ভারতের একাধিক জায়গায় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
‘রাজ্যপাল ও বিরোধীদের প্ররোচনায় এত মৃত্যু হয়েছে ভোটে’, বিস্ফোরক মন্ত্রী চন্দ্রিমা