শেষ আপডেট: 12th August 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত পর্যটন রাজ্য হিমাচল প্রদেশে। প্রবল বৃষ্টিতে রাজ্যের প্রায় ৩৩৮টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ৪৮৮টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় বহু জায়গা অন্ধকারে ডুবে রয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, উনা এলাকায় ২ জন নিখোঁজ।
নাগাড়ে বৃষ্টিতে হিমাচলের বহু জায়গায় ধস নামে। তাতে চারটি জাতীয় সড়ক সহ ৩৩৮টি রাস্তায় যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। সিমলা, মান্ডি, কুলু এবং চাম্বা জেলায় বেশি ক্ষতির খবর মিলেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া ছাড়াও পানীয় জল সরবরাহেও ব্যাপক প্রভাব পড়েছে। সিমলার আবহাওয়া দফতর আজ থেকে ১৮ অগস্ট পর্যন্ত রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে। ফলে আরও বৃষ্টি হলে কী পরিস্থিতি হতে পারে তা আঁচ করে রাজ্য প্রশাসন আগাম ব্যবস্থা নিচ্ছে।
আগামী দুদিন সিমলা, সোলান ও কাংরা উপত্যকায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বহু জায়গায় ধস নেমে পথঘাট জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক তোড়ে বৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত। এক জায়গার ৫০০ মিটার অংশ চার ফুট নীচে বিপাশার জলের দিকে ধসে গিয়েছে।
রাজ্য আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, সিমলার ১০৪টি রাস্তা, ৭১টি মান্ডির, ৫৮টি সিরমৌর, ৫৫টি চাম্বা, ২৬ কুলু এবং সোলান এবং লাহুল-স্পিতিতে ৭টি করে, কাংরার ৪ এবং বিলাসপুরের একটি রাস্তা বন্ধ থাকে। চাম্বা, মান্ডি, কিন্নৌর, সিমলা এবং সোলান জেলার বহু জায়গায় হড়পা বান ও ধস নেমেছে, যার বিস্তারিত খবর এখনও এসে পৌঁছায়নি।