শেষ আপডেট: 24th August 2023 15:34
দ্য ওয়াল ব্যুরো: মাসকয়েক ধরেই উত্তর ভারতের হিমাচল প্রদেশ প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী। টানা বৃষ্টির জেরে একেবারে ধবংসের মুখে দাঁড়িয়ে এই পাহাড়ি রাজ্যটি। লাগাতার বৃষ্টির জেরে সেখানে নতুন করে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যেই এবার কুলুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সাতটি বহুতল (Kullu landslide)। মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল সেগুলি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
মাঝে সপ্তাহখানেক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অগস্ট থেকে ফের শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। আর এর জেরেই রীতিমতো ধ্বংসলীলা চলছে সেখানে। জলের তোড়ে ভেসে যাচ্ছে বারি-ঘর, গাড়ি। ধস নামছে একাধিক এলাকায়। মৌসম ভবন সূত্রে খবর, এই দুর্যোগ এখনই থামার নয়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে সেখানে।
জানা গিয়েছে, নতুন যে ১৩ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১২ জনই হিমাচল প্রদেশের বাসিন্দা। অন্যদিকে বুধবার উত্তরাখণ্ডের পৌরি জেলায় একজনের মৃত্যু হয়েছে। ধস নেমে বন্ধ দুই রাজ্যেরই একাধিক রাস্তা। ফলত যান চলাচল ব্যাহত হয়েছে। সিমলা-সহ হিমাচলের মোট ৬টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বলাই বাহুল্য, এহেন প্রাকৃতিক বিপর্যয়ের জেরে হিমাচলের পর্যটন বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে।
মোদী সরকার চাল, পেঁয়াজের পর চিনি রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে