লেজার লাইটের দাপট ঠেকাতে কড়া পদক্ষেপ।
শেষ আপডেট: 1st May 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: বারংবার সাবধান করেও সমস্যা সমাধান না হওয়ায় কলকাতা বিমানবন্দর সংলগ্ন থানাগুলিতে এবার ১৪৪ ধারা জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট।
উদ্দেশ্য একটাই, লেজার লাইটের ব্যবহার বন্ধ করা। কারণ, লেজার লাইটের দাপটে বিমান ওঠা-নামার সময় রীতিমতো আতঙ্কের মধ্যে থাকেন পাইলটরা। বিশেষ ধরনের এই আলোকরশ্মি সরাসরি চোখে পড়লে কয়েক মুর্হুতের জন্য কার্যত সবকিছু অন্ধকার হয়ে যায়। দিকনির্ণয় করতে গিয়ে সমস্যায় পড়তে হয় চালকদের। তাতে দুর্ঘটনার ঝুঁকিও থাকে।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষর অভিযোগ, ইদানীং কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজার লাইটের ব্যবহার মাত্রা অতিরিক্তভাবে বেড়ে গেছে। বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে সাধারণ অনুষ্ঠানেও দেদার লেজার লাইটের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। ফলে প্রায়শই সন্ধের পর বিমান ওঠা-নামা করানোর সময় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিমান চালকদের।
জানা গেছে, এরপরও নিয়ম ভেঙে কেউ বা কারা এই ধরনের আলোর ব্যবহার করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। আর্থিক জরিমানার পাশাপাশি হতে পারে জেলও। সেকারণেই বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করা হল বলে পুলিশ সূত্রের দাবি।
২০২১ সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় লেজার লাইটের ব্যবহার ঘিরে শোরগোল তৈরি হয়েছিল। ওই আলোর জেরে বিমান ওঠা-নামা কার্যত ঝুঁকির হয়ে দাঁড়ায়। বিমান বন্দর কর্তৃপক্ষ তীব্র আপত্তি জানালে সে সময় লেজার লাইটের শো বন্ধ করা হয়। অভিযোগ, ওই ঘটনার পরও লেজার লাইটের ব্যবহার বন্ধ হয়নি। বরং ইদানীং তা আরও বেড়ে গেছে।