শেষ আপডেট: 7th May 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: কেকেআর ক্রিকেটাররা বিমান যাত্রায় নাজেহাল হয়ে গিয়েছেন। সোমবার সন্ধ্যায় কলকাতার উদ্দেশে তাঁরা রওনা হন লখনউ বিমানবন্দর থেকে। কিন্তু কলকাতায় প্রাকৃতিক বিপর্যয় থাকার কারণে দমদম বিমানবন্দরে অবতরণই করতে পারেননি। নাইটদের সেই বিমান ফিরে যায় গুয়াহাটিতে।
ফের রাতে গুয়াহাটি থেকে কলকাতায় ফেরার চেষ্টা করে কেকেআরের বিমান। কিন্তু দ্বিতীয় চেষ্টায় ব্যর্থ হয়ে নাইটদের বিমান শেষমেশ বারাণসী বিমানবন্দরে ফিরে যায়। সোমবার গভীর রাতে বারাণসী ফিরে হোটেলে বিশ্রাম নেন শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংরা।
????????| KKR's charter flight couldn't land in Kolkata in the second attempt due to the bad weather. It got diverted to Varanasi. The team after resting for a while in the hotel, went to explore Varanasi. Their returning flight is scheduled at 1:15 PM today. pic.twitter.com/mtJgYtV7vJ
— KnightRidersXtra (@KRxtra) May 7, 2024
এদিন সকালে ঘুম থেকে উঠে নাইটরা দলবদ্ধভাবে বারাণসীর বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যান। ক্রিকেটাররা অনেকেই গঙ্গায় স্নানও সারেন। তারমধ্যে বিদেশি ক্রিকেটাররাও ছিলেন। পুজো দিতে দেখা যায় গম্ভীরদেরও।
লখনউ জয়ের পরে কলকাতা দল নিজেদের শহরে ফিরে এবার খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ১১ মে ইডেনে ম্যাচ রয়েছে। এমনিতেই শাহরুখের দল শীর্ষে রয়েছে। তারা প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে। ১১ ম্যাচে ১৬ পয়েন্টে অবস্থান করছে নাইট রাইডার্স।