শেষ আপডেট: 1st May 2024 07:27
দ্য ওয়াল ব্যুরো: রীতিমতো আঁটখাট বেঁধে ‘নাটক’! মাঝ আকাশে শুরু হয় অভিনয়। আচমকাই সংজ্ঞা হারান মহিলা যাত্রী। কিন্তু এতকিছুর পরও শেষ রক্ষা হল না। কলকাতা বিমানবন্দরে নামতেই হাতে নাতে ধরলেন কর্তব্যরত শুল্ক দফতরের আধিকারিকেরা। সোনা-সহ আটক করা হল মহিলা যাত্রীকে।
সোনা পাচারের অভিনব কৌশল নেন এক মহিলা যাত্রী! মাঝ আকাশে সংজ্ঞা হারানোর অভিনয় করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। মঙ্গলবার রাতে ঘটনাটিতে অভিযুক্তের থেকে প্রায় আড়াই কলো ওজনের চারটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। যার বাজার দর আনুমানিক ১ কোটি ৮৭ লাখ টাকা। শেষ পর্যন্ত ওই মহিলা যাত্রীকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে।
বিমানবন্দর সূত্রে খবর, রনিতা রায় নামে ওই মহিলা যাত্রী মঙ্গলবার ব্যাংকক থেকে কলকাতায় আসছিলেন। ইন্ডিগো উড়ান সংস্থার ৬ই১০৫৮ বিমানে ছিলেন তিনি। আচমকাই মাঝ আকাশে অসুস্থতার ‘নাটক’ করেন তিনি। বিমানের ভিতরেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে বিমানের কেবিন ক্রু’রা বিষয়টি পাইলটকে জানান। ব্যাংকক থেকে কলকাতাগামী ওই বিমানের পাইলটও দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন।
এমনকী তড়িঘড়ি মেডিকেল এমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতিও পেয়ে বিমানটি দ্রুত কলকাতা বিমানবন্দরে নেমে আসে। এরপর বিমানবন্দরের মেডিক্যাল টিম ওই মহিলা যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সেই মতো হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়। কিন্তু এরই মধ্যে শুল্ক দফতরের আধিকারিকদের মনে সন্দেহ দানা বাঁধে।
এরপরই ওই যাত্রীর চিকিৎসা বিমানবন্দরেই করতে হবে বলে জানিয়ে দেন শুল্ক দফতরের আধিকারিকরা। খানিকক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ করতেই বেশ কিছু তথ্য বেরিয়ে আসে। আধিকারিকরা জানতে পারেন, ওই যাত্রী মাসে তিন বার বিদেশ ভ্রমণ করেছেন। কিন্তু কী কারণে এক মাসে এত বার বিদেশ ভ্রমণ, তার সঠিক উত্তর দিতে পারেননি তিনি। এরপরই তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে সোনা উদ্ধার করা হয়।