শেষ আপডেট: 27th May 2024 12:26
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা বিমানবন্দরে চালু হল বিমান পরিষেবা। ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রায় ২১ ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল। পূর্ব ঘোষণা অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমার আগেই কলকাতা বিমানবন্দর থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে রওনা দিল ইন্ডিগোর বিমান।
রবিবার বেলা ১২টা থেকে বন্ধ ছিল কলকাতা বিমানবন্দরের পরিষেবা। সোমবার সকাল ৯ টা থেকে ফের কলকাতা বিমানবন্দর থেকে বিমান চালু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়ার উন্নতি হওয়ার কারণেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮টায় কলকাতা থেকে চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া।
রেমালের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত কলকাতা থেকে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার আবহাওয়া দফতর সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রী হয়রানি এড়াতে আগেভাগেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। রবিবার থেকে কলকাতার প্রায় ৪০০ উড়ান বাতিল হয়েছে। সেই কারণে সোমবার পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, টানা ৬ ঘণ্টা বনধ থাকার পর চালু হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন। তবে ঘূর্ণিঝড় রেমালের জেরে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল ঢুকে পড়েছে। ওই অংশের স্টেশনের একাংশ এবং পুরো ট্র্যাকটাই জলের তলায়। ফলে সোমবার সকাল থেকেই ব্যাহত মেট্রো পরিষেবা।