শেষ আপডেট: 20th August 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: ময়দানও গর্জে উঠল আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায়। মঙ্গলবার কলকাতা লিগে খেলা ছিল ইস্টবেঙ্গল ও রেনবো এফসি-র। লাল হলুদ দল ২-০ গোলে জিতল ম্যাচে।
লিগের এই ম্যাচে লাল হলুদ গ্যালারিতে শান্তিপূর্ণভাবে আরজি কর কাণ্ডের বিচারের দাবি ওঠে। তোমার স্বর, আমার স্বর, পাশে আছি আরজি কর। এই স্লোগান সামনে রেখে দর্শকরা প্রতিবাদ জানিয়েছেন।
এমনকী গোলের পরে ইস্টবেঙ্গল ফুটবলাররাও উৎসব না করে উই ওয়ান্ট জাস্টিস লেখা জার্সি তুলে ধরেছেন। বাদ যাননি রেনবোর ফুটবলাররাও। তাঁরাও নিজেদের মতো করে ওই নারকীয় ঘটনায় দোষীদের শাস্তি নিয়ে সরব হয়েছেন। গোলপোস্টের পিছনেও ছিল, উই ওয়ান্ট জাস্টিস লেখা বড় ব্যানার।
ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৭৫ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছেন সঞ্জীব ঘোষ, তিনি পরিবর্ত হিসেবে মাঠে নামেন। লাল হলুদের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন আশিক। গোলের পরে দেখা গিয়েছে প্রান্ত সীমার বাইরে গিয়ে ইস্টবেঙ্গল ফুটবলাররা লাল রঙের জার্সি নিয়ে বিক্ষোভ দেখান। সেই জার্সিতে লেখা ছিল, আরজি কর কাণ্ডে আমরা ন্যায়বিচার চাই।
এদিনই গোষ্ঠ পালের পাদদেশে ফুটবল সমর্থকরা জমায়েত হয়ে এই ঘটনার প্রতিবাদ দেখিয়েছেন। এতদিন রাজপথে সর্বস্তরের মানুষরা বিক্ষোভ দেখিয়ে এসেছেন। এবার সেই বিদ্রোহে সামিল হল ময়দানও। লাল হলুদের হীরা মণ্ডল, তন্ময় দাসরা যেভাবে এদিন এই ঘটনা নিয়ে প্রতিবাদ দেখিয়েছেন, সেটি কোচ বিনো জর্জের অজানা ছিল। তিনি অবশ্য বলেছেন, এই নৃশংস ঘটনার বিচার চাইছে সারা দেশ, আমরাও তার ব্যতিক্রম নই।
গতকাল মহামেডান ফুটবলাররাও একইভাবে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তারা পথ দেখিয়েছিলেন, সেই পথের শরিক লাল হলুদ দলও।