মোহনবাগান ও জর্জ ম্যাচের একটি দৃশ্য। রবিবার কল্যাণী স্টেডিয়ামে।
শেষ আপডেট: 11th August 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে বড় অঘটন। কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগান এগিয়ে থেকেও জর্জ টেলিগ্রাফের কাছে ১-২ গোলে হার মেনেছে। যে কারণে ফের সুপার সিক্সে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হল সবুজ মেরুনে।
চলতি লিগে মোহনবাগান শুরুটা ভাল করেনি। কিন্তু তারা তিন ম্যাচ যাওয়ার পরেই ভাল খেলতে শুরু করে। তারা শেষ দুটি ম্যাচে ১১টি গোল করেছিল, তাই রবিবার ম্যাচে হারটা একেবারেই অপ্রত্যাশিত। এদিনের ম্যাচে মোহনবাগান এগিয়ে ছিল। ৩০ মিনিটের মাথায় সেরটো পেনাল্টি গোলে এগিয়ে দিয়েছিলেন মোহনবাগানকে। পেনাল্টি বক্সের মধ্যে বল ক্লিয়ারিং করার সময় বল লাগে জর্জের জুয়েলের হাতে। রেফারি পেনাল্টির বাঁশি দিলে তা থেকে গোল করেন সেরটো।
রবিবারের ম্যাচে দর্শকভরা স্টেডিয়ামে ভাল খেলেছে বরং জর্জের ছেলেরা। তাঁরা রীতিমতো আক্রমণে টেক্কা দেয় বিপক্ষ দলকে। মোহনবাগানের এই দলে সিনিয়র তারকারা না খেললেও তাদের হার লজ্জারই। তারমধ্যেও গোলের অনেক সুযোগ পেয়েছিলেন সুহেল ভাট, টাইসন সিংরা, সেটি থেকে গোল করতে পারেননি। দলের রক্ষণভাগও ভাল নয়। সেই সুযোগে জর্জ ৫৩ মিনিটে ম্যাচে সমতা ফেরায় জর্জ।
এক্ষেত্রে সমরেশের হেড বারে লেগে চলে আসে অমিত এক্কার পায়ে। তিনি বল জালে ঠেলে দিয়েছেন। চার মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় জর্জ। বাগানের গোলরক্ষক রাজা বর্মণ গোল ছেড়ে এগিয়ে এলে অমিত এক্কা গোল করে জর্জকে জয়ের রাস্তা দেখিয়েছেন।