শেষ আপডেট: 12th August 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ও ভবানীপুর। এই ম্যাচের ওপর নির্ভর করছিল লিগ শীর্ষে কারা যাবে। এই মরণবাঁচন ম্যাচে ইস্টবেঙ্গল জিতল ১-০ গোলে। লাল হলুদের হয়ে একমাত্র গোলটি করেছেন জেসিন টিকে। এই ম্যাচে জয়ের সুবাদে ইস্টবেঙ্গল ৮টি ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে শীর্ষে চলে গেল। ভবানীপুর ৮ ম্যাচ খেলে ১৯ পয়েন্টেই আটকে থাকল।
ম্যাচের সাত মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন জেসিন। তারপর বাকি ম্যাচে না গোল হলেও দুটি দলই আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে। বরং বেশকিছু ক্ষেত্রে ভবানীপুরকে বেশি আগ্রাসী লেগেছে। তারা অবশ্য বিপক্ষ গোলমুখে গিয়ে খেই হারিয়ে ফেলেছে।
ইস্টবেঙ্গল পেনাল্টি পায় তাদের রোসলকে বক্সের মধ্যে ট্রিপ করে ফেলে দেওয়ায়। জেসিন প্লেসিংয়ে বল জালে রাখতে ভুল করেননি। লিগে জেসিনের গোলসংখ্যা দাঁড়াল ৮টি। তিনি ম্যাচে বেশ কয়েকবার গোলের মতো জায়গায় চলে গিয়েছিলেন।
ভবানীপুর সারা ম্যাচে ভাল ফুটবল খেলেছে। তাদের মাঝমাঠে বেশি পাস খেলা হয়েছে। কিন্তু আসল কাজ তারা করতে পারেনি। একবার তো জিতেন মূর্মূ গোলের অব্যর্থ সুযোগ পেয়ে গিয়েছিল। পায়ে বল ঠেকালেই যেখানে গোল পেত, সেখানে জিতেন পারেননি শেষ টাচ করতে।
কলকাতার দুই প্রধান মোহনবাগান ও মহামেডান যখন ছন্দে নেই, সেইসময় ইস্টবেঙ্গল ভাল খেলছে লিগে। তাদের রিজার্ভ দলের ছন্দময় ফুটবলে ভবানীপুরের হেভিওয়েট দলও হার মানল। তবে লিগ জয়ের দৌড়ে সৃঞ্জয় বসুর দলও রয়েছে।