Lok Sabha Election 2024
বর্ধমান-দুর্গাপুরে কে ফিট?
শেষ আপডেট: 11th May 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লড়াইটা বেশ ইন্টারেস্টিং। কারণ এখানে বিজেপির প্রার্থী স্বয়ং দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছে জনপ্রিয় ক্রিকেটার কীর্তি আজাদকে। কীর্তি আবার বিজেপির টিকিটেই লোকসভার সাংসদ হয়েছিলেন।
এখন তিনি পদ্ম ছেড়ে জোড়াফুলে,আবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেই প্রার্থী। বামেদের প্রার্থী ডঃ সুকৃতি ঘোষাল। মানুষ কী বলছে? কার পাল্লা ভারী? কে এগিয়ে, কে পিছিয়ে? বর্ধমান-দুর্গাপুরে কে ফিট? দেখুন দ্য ওয়াল লোকসভার লড়াইয়ে।