শেষ আপডেট: 10th June 2024 12:39
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: তালিতের রেলগেট। ভোগান্তির অন্য নাম। এ পথে যাওয়ার কথা মনে করলেই গায়ে জ্বর আসে বর্ধমানের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। হাসপাতালের পথে এখানে যানজটে আটকে পড়ে প্রাণও গেছে অসুস্থ বহু মানুষের। এই রেলগেটে উড়ালপুল তৈরির দাবি বহুদিনের। কিন্তু দাবিপূরণের কোনও উদ্যোগই নজরে আসেনি বলে অভিযোগ বাসিন্দাদের।
সাংসদ নির্বাচিত হওয়ার পাঁচদিনের মাথায় রবিবার তালিত রেলগেট পরিদর্শন করলেন কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ জানান, তালিত রেলগেট শুরু থেকেই তাঁর ভাবনায় ছিল। এখানকার মানুষ, বিধায়ক,জনপ্রতিনিধিরা তাঁকে আগেই বিষয়টি জানিয়েছিলেন। এই রেলগেটে আটকে পড়ে প্রতিদিন ভোগান্তির মুখে পড়েন বাসিন্দারা। তিনি নিজেও প্রচার চলাকালীন এখানে আটকে পড়েছিলেন।
তিনি বলেন, "এই উড়ালপুল রেল বানাবে না, বানাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এখানকার আগের সাংসদ গড়িমসি করেছেন। আমি জানতে পেরেছি এই নিয়ে একটি প্রস্তাব সড়ক রেলকে দিয়েছিল। রেল আবার তা সড়ককে পাঠায়। এভাবেই টানাপড়েন চলছে। আমি বিষয়টি সংসদে তুলব। রেল এবং সড়ক মন্ত্রকেও যাব।"
একইসঙ্গে শক্তিগড় এবং কালনার রেলগেটেও উড়ালপুল তৈরির দাবিতে তিনি সরব হবেন বলে জানান কীর্তি আজাদ। তিনি বলেন, "আমি পালিয়ে যাওয়ার মতো মানুষ নই। এত মানুষের সমর্থন পেয়েছি। তার মূল্য দেওয়া আমার কর্তব্য।"
এদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র দাবি করেন, তালিতের রেলগেটে উড়ালপুল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। সাংসদ কী বলছেন সেই নিয়ে অবশ্য তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।