শেষ আপডেট: 13th May 2024 13:22
দ্য ওয়াল ব্যুরো: একেই তবে বলে মধুরেণ সমাপয়েৎ! প্রার্থী তালিকা ঘোষণার পরে প্রচার পর্ব শুরু হওয়া ইস্তক কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। বরং সময়-সুযোগ পেলেই একে অন্যের দিকে ছুড়েছেন নানাবিধ তির। সেই সমস্ত শানানো বাক্যবাণে গা গরম করে নিয়েছেন দু-দলের কর্মী সমর্থকরাও। তাই ভোটের লড়াই আগাগোড়াই জমজমাট ছিল বর্ধমান-দুর্গাপুরে।
ভোটের দিন বর্ধমান-দুর্গাপুরের সেই দুই প্রার্থী দিলীপ ঘোষ ও কীর্তি আজাদ মুখোমুখি হলেন মন্তেশ্বর বিধানসভার কুসুমগ্রাম বাজারে। অন্তিম দিনে অনেকটাই যেন 'রিল্যাক্সড' দুই প্রার্থীই। দেখা হতেই দুজনেই হাত জোড় করে এগিয়ে গেলেন। হাসিমুখে বাক্য বিনিময়ও হল। আলিঙ্গনও করলেন দুজন দুজনকে। তারপর দুজনে চলে গেলেন নিজের নিজের পথে। টানা প্রচারপর্বের শেষে সোমবার এই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ইভিএমে জমা হচ্ছে জনতার রায়। এবার সেই রায় ঘোষণার অপেক্ষা।
ভোটের দিন এক অপরকে জড়িয়ে ধরলেন দিলীপ-কীর্তি#TheWallBangla #WestBengal #LokSabhaElection2024 #dilipghosh #kirtiAzad pic.twitter.com/OIf33sThff
— The Wall (@TheWallTweets) May 13, 2024
প্রচারপর্বের আগাগোড়াই বর্ধমান দুর্গাপুর লোকসভার দুই প্রতিপক্ষ দিলীপ ঘোষ আর কীর্তি আজাদ একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করেছেন। কখনও প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে নিশানা করে কীর্তি আজাদ বলেছেন, "গরম কড়াইয়ে ভুট্টার দানার মতো ফটফট করছেন দিলীপ।" কখনও আবার আক্রমণ জোরালো করে বলেছেন, "টিম শুভেন্দু দিলীপকে হারিয়ে দেবে।" এও বলেন, "দুর্গাপুরের মানুষ প্যাকিং না খুলে দিলীপ ঘোষকে মেদিনীপুরে ফেরত পাঠাবেন।"
কম যাননি দিলীপও। শক্তিগড়ে প্রচারে গিয়ে কীর্তি আজাদ দোকানে ঢুকে ল্যাংচা ভেজেছিলেন। তারপরেই দিলীপ ঘোষ বলেন, "এবার ভ্যারেন্ডা ভাজবেন উনি।" কীর্তি আজাদকে ধাক্কা দিয়ে সরানোর কথাও বলেছিলেন তিনি। এছাড়াও প্রচারে গিয়ে বারবার বলেছেন, "তৃণমূল কংগ্রেসের বহিরাগত প্রার্থী। বাংলা জানেন না। তাই দলের কর্মী সমর্থকরা তাঁর সঙ্গে নেই। ৪ জুন যেতে হবে না। ভোটের আগেই তৃণমূল প্রার্থী পালিয়ে যাবেন।"
গত দেড় মাস ধরে দিলীপ বনাম কীর্তি বাকযুদ্ধে আলাদা মাত্রা পেয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের ভোটের লড়াই। ভোটের দিন অবশ্য তাঁদের আলিঙ্গনে পুরনো সব যেন অলীক মনে হল।