শেষ আপডেট: 16th April 2024 19:50
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: প্রতিদ্বন্দ্বী প্রার্থী কীর্তি আজাদকে কটাক্ষ করতে গিয়ে ফের আলটপকা মন্তব্য করলেন দিলীপ ঘোষ। প্রচারে গিয়ে শক্তিগড়ে একটি দোকানে ঢুকে ল্যাংচা ভেজেছিলেন কীর্তি আজাদ। এই নিয়েই এদিন কটাক্ষ করে দিলীপ বলেন "এবার উনি ভ্যারেন্ডা ভাজবেন।"
তারপরেই তিনি বলেন, "আমি এসেছি ল্যাংচা খেতে। আসলে উনি তো প্রথম এসেছেন। আর আমি তো অনেকদিন ধরে আসছি। তাই আমি ল্যাংচাও জানি, মিহিদানা সীতাভোগও জানি। সব থেকে বড় কথা আমি এখানকার লোকের ভালোবাসাটা পেতে চাই।"
মঙ্গলবার পূর্ব বর্ধমানের আমড়া গ্রামের অমরেশ্বর জিউ মন্দিরে আর্শীবাদ নিতে গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুজো দেওয়ার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা-বার্তা বলেন তিনি। ডায়মন্ডহারবারের বিজেপির প্রার্থী হিসেবে অভিজিৎ দাসের নাম ঘোষণা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আগের ভোটে তো উনি প্রার্থী ছিলেন। ভালো ছেলে, লড়াকু ছেলে। ভূমিপুত্র। আগেতো ও জেলা প্রেসিডেন্ট ছিল। ভালোই হবে। লড়াই হবে।"
এরপরেই ওঠে কীর্তি আজাদের ল্যাংচা ভাজার প্রসঙ্গ। দিলীপ ঘোষ বলেন, আমি তো ভাজাভাজি করি না। উনি এবার
ভ্যারেন্ডা ভাজবেন।"
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "উনি যে ভাষায় কথা বলছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ওঁদের দলের কী কালচার। আমাদের প্রার্থীর প্রতি এইরকম ভাষা ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।" প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী দিলীপ ঘোষ ও কীর্তি আজাদের বাকযুদ্ধ চলছেই। অনেকেই মনে করছেন বহুক্ষেত্রেই তা শালীনতার সীমা অতিক্রম করেছে। জনগণ যাই ভাবুক, তাতে অবশ্য রোখা যায়নি দুজনের একজনকেও।