শেষ আপডেট: 26th June 2024 18:45
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুরে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তারা জানিয়েছে, রেলের টেন্ডার নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে।
মঙ্গলবার খড়্গপুরের ১৫ নম্বর ওয়ার্ডে জয়হিন্দ নগরের তৃণমূল পার্টি অফিসের সামনে গুলি চালায় তিন দুষ্কৃতী। বি সন্তোষ নামে এক তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হন। জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তাঁর কোমরে গুলি লেগেছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ওই তৃণমূল কর্মী।
আক্রান্তের বয়ান অনুযায়ী, বাইকে করে তিনজন এসে তাঁর উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। প্রায় চার-পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল। ঘটনার পরে পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করার পরেই পুলিশ জানতে পারে এই ঘটনার পেছনে রয়েছে রেলের টেন্ডার নিয়ে বিবাদ। এখনও এক অভিযুক্ত অধরা রয়েছে। তার খোঁজে এলাকায় তল্লাশি চলছে। খড়্গপুরের আশেপাশের থানাগুলিকেও এই ব্য়াপারে খবর দেওয়া হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি স্কুটি, দুটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি ও কয়েক লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ভিকি পিল্লাই ও উত্তম কোনডাল। দুজনের বাড়ি খড়্গপুরে। তাদের বুধবার খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল।