শেষ আপডেট: 22nd April 2024 19:58
দ্য ওয়াল ব্যুরো: সোমবার শহরের বাইরে জাতীয় সড়ক ৬-এর ধারে একটি বেসরকারি হোটেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংগঠনিক বৈঠক করছেন, ঠিক তখনই খড়্গপুরে ভয়ানক ঘটনা ঘটে গেল। রেল শহরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর ৯ রাউন্ড গুলি ছুড়ে পালাল দুষ্কৃতীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত ব্যবসায়ীর নাম নারায়ণ রায়। ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা কেমন, তা এখনও জানা যায়নি। ঘটনার নেপথ্য কে বা কারা, কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে। ব্য়ক্তি। খড়গপুর শহরের ৩২ নম্বর ওয়ার্ডের আইমা এলাকায় রেলের ওয়াগন শপ চালান নারায়ণবাবু। বিকেলে তিনি যখন দোকান থেকে বেরোচ্ছিলেন সেই সময়ে হামলা হয় তাঁর উপর। দু’জন যুবক বাইকে করে এসে পরপর ৯ রাউন্ড গুলি চালায় ব্যবসায়ীকে লক্ষ্য করে। তাঁর পায়ে চারটি গুলি লেগেছে বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় নারায়ণকে প্রথমে নিয়ে যাওয়া হয় খড়গপুর হাসপাতালে। সেখানে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই দুই যুবক কারা তা এখনও জানতে পারেনি পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ জোগাড় করার চেষ্টা চলছে। এলাকাবাসীরা বলছেন, দুরন্ত গতিতে বাইক ছুটিয়ে এসে পরপর গুলি চালিয়েই পালায় আততায়ীরা।
চলতি সপ্তাহের গোড়ায় খড়গপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ উঠেছিল। দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায় বলেও জানিয়েছিল স্থানীয়রা।