শেষ আপডেট: 6th February 2023 08:34
দ্য ওয়াল ব্যুরো: দেরিতে পৌঁছানোয় ফ্লাইট মিস করে যাবেন বুঝতে পেরে বিমানবন্দরে ভুয়ো বোমাতঙ্ক ছড়ালেন এক মহিলা (woman creates bomb scare)। শুধু তাই নয়, বিমানবন্দরে কর্তব্যরত এক সিআইএসএফ আধিকারিকের মুখে সজোরে ঘুষিও মারলেন তিনি। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩১ বছর বয়সি ওই মহিলাকে।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Kempegowda International Airport) গত শুক্রবার। অভিযুক্ত মহিলার নাম মানসী সাথীবাইনু। তিনি কেরলের কোঝিকোড়ের বাসিন্দা। শুক্রবার বেঙ্গালুরু থেকে বিমানে করে কলকাতায় আসার কথা ছিল তাঁর। ঘটনার কথা সামনে আসে যখন বেঙ্গালুরু বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফ আধিকারিক সন্দীপ সিং মানসীর নামে ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড থানায় তাঁকে ঘুষি মারার এবং বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ দায়ের করেন। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন মর্নিং ডিউটিতে ছিলেন সন্দীপ। বিমানবন্দরের ৬ নম্বর গেটে প্রহরায় ছিলেন তিনি। সকাল ৮.২০ নাগাদ হন্তদন্ত হয়ে সেই গেটে আসেন মানসী। বলেন, তাঁর কলকাতাগামী ইন্ডিগোর বিমানে ওঠার কথা। সেই মুহূর্তেই তাঁকে ঢুকতে না দেওয়া হলে তিনি ফ্লাইট মিস করবেন বলে দাবি করেন ওই মহিলা। তাঁকে আটকানোর চেষ্টা করা হলে গোটা বিমানবন্দরটাই বোমা মেরে উড়িয়ে দেবেন বলে হুমকি দেন ওই মহিলা।
পুলিশ জানিয়েছে, সন্দীপ তাঁকে শান্ত করার চেষ্টা করলে মানসী ওই আধিকারিকের জামার কলার ধরে মুখে সজোরে ঘুষি মারেন। তারপর ভিতরে ঢুকে চিৎকার করে বাকি লোকজনকে বলতে থাকেন, বিমানবন্দরে বোমা রাখা আছে, সবাই যেন পালিয়ে যান। স্বভাবতই এ কথা শোনার পর হুলস্থুল পড়ে যায় বিমানবন্দরে। এরপরেই আর দেরি না করে পুলিশে খবর দেন সন্দীপ। তাঁর অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৩২৩ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে।
তুরস্কের ভয়াবহ ভুমিকম্পের জেরে মৃত্যুমিছিল সিরিয়াতেও, দুই দেশে প্রাণ গেল অন্তত ২০০ জনের