শেষ আপডেট: 5th July 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে এখন হইহই রব। কারণ, দু-একদিনের মধ্যেই ফের বাসিন্দা বদল হচ্ছে ইংল্যান্ডের বহু উত্থান-পতনের নীরব সাক্ষী এই ভবনে। ভোটে পরাজিত কনজারভেটিভ পার্টির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি তল্পিতল্পা গুটিয়ে বেরিয়ে গেলেই নয়া বাসিন্দা হিসেবে ঢোকার অপেক্ষায় রয়েছেন কিয়ের স্টার্মার ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া। আর ভোট ফলাফলের এই পরিবর্তনে নতুন মালিকের বিখ্যাত 'কালো দরজা' বা 'ব্ল্যাক ডোর'এর বাইরে অপেক্ষা করছে আরেকটি প্রাণী। তার নাম 'ল্যারি দ্য ক্যাট'।
পোশাকি নাম সংযুক্ত যুক্তরাজ্য বা সহজ কথায় ব্রিটেন যখন নতুন প্রধানমন্ত্রীর শপথের জন্য অপেক্ষা করছে, তখন শুক্রবার সকালে ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে দেখা গেল নতুন মালিকের অপেক্ষায় বসে রয়েছে ল্যারি। ব্রিটেনের মাউস ক্যাচার ইন চিফ। না, এটা কোনও সরকারি পদ নয়। ল্যারির খরচখরচাও সরকারি তহবিল থেকে আসে না। তা সত্ত্বেও ল্যারি দীর্ঘদিনের ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দা। পাঁচ-পাঁচজন প্রধানমন্ত্রীকে এই বাড়িতে ঢুকতে-বেরতে দেখেছে ল্যারি।
শুক্রবারেও তার অভ্যাসমতো ১০ ডাউনিং স্ট্রিটের ব্ল্যাক ডোরের বাইরে গুটিসুঁটি মেরে বসে থাকতে দেখা যায় ল্যারিকে। যেন মালিক বদলের খবর সেও পেয়ে গিয়েছে। ল্যারি হল ইংল্যান্ডের দেশি বিড়াল। তার প্রধান কাজ ইঁদুর ধরা। ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এখন সাধারণ জনতা, লেবার পার্টির কর্মী-সমর্থকরা এবং মিডিয়ার লোকজন ভিড় জমাতে শুরু করেছেন। তাতে অবশ্য এতটুকুও বিব্রত নয় ল্যারি। কারণ এসব সে দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছে।
আর কয়েক ঘণ্টার মধ্যেই ঋষি সুনক রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং লেবার নেতা কিয়ের স্টার্মার রাজার কাছে সরকার গঠনের অনুমতি নেবেন। ল্যারির এই বাড়িতে আগমনের ইতিহাসও দীর্ঘ। প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাড়ি থেকে ইঁদুর বিতাড়ণের জন্য এনেছিলেন ল্যারিকে। সেই ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে ল্যারি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের স্থায়ী বাসিন্দা। কত জনাই এল গেল, কতজন আসবে, এসব কিছুর সাক্ষী ল্যারি দ্য ক্যাট।
ল্যারির জন্ম ২০০৭ সালের জানুয়ারিতে। সেই হিসেবে ১৭ বছর বয়স হয়ে গিয়েছে। ডাউনিং স্ট্রিটের কর্মীরাই চাঁদা তুলে ল্যারির খাইখরচা চালান। তাঁরাই দেখাশোনা করেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মী বা পোষ্য নয় ল্যারি। স্টার্মারের আগে ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস এবং ঋষি সুনকের সঙ্গে ঘর করেছে ল্যারি। ডাউনিং স্ট্রিটের সরকারি ওয়েবসাইট থেকে জানা যায়, ল্যারির কাজ হল 'অতিথিদের স্বাগত জানানো। নিরাপত্তা কর্মীদের উপর নজর রাখা।'