শেষ আপডেট: 6th December 2023 18:22
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যে পাহাড়ে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১২ ডিসেম্বর শিলিগুড়িতে বিজেপির সভায় উপস্থিত থাকবেন তিনি। ওই দিন শিলিগুড়িতে সভা রয়েছে মুখ্যমন্ত্রীরও। প্রশাসনের কাছ থেকে সভার অনুমতি না পেলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
এমন আবহে দলের বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার হলেন কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ওরফে বি পি বাজগায়েন। ভোটের সময় পৃথক গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
ওই প্রসঙ্গ টেনে বুধবার বিষ্ণুপ্রসাদ বলেন, “গোর্খাল্যান্ড দেবে বলে বিজেপি পাহাড়ের মানুষের ভোট নিয়েছে। কিন্তু কাজের কাজ করেনি। পাহাড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি।”
দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিজেপির কোনও অনুষ্ঠানে যাবেন না বলেও জানিয়েছিলেন কার্শিয়াঙের বিধায়ক। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ১২ ডিসেম্বর শিলিগুড়িতে যাচ্ছেন শুভেন্দু। তার আগে প্রকাশ্যে দলীয় বিধায়কের বক্তব্যকে ঘিরে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির।
যদিও নিজের বক্তব্যে অনড় রয়েছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। বছর ঘুরলেই লোকসভা ভোট। এবারেও পাহাড়ে বহিরাগত প্রার্থী দাঁড় করানো হলে দলের বিরুদ্ধে নিজেই ভোটে লড়বেন বলেও হুমকি দিয়েছেন তিনি।
কার্শিয়াঙের বিজেপি বিধায়কের কথায়, “বহিরাগতকে প্রার্থী করার ফলে তাঁরা পাহাড়ের আবেগকে বুঝতে পারেননি। তাই বিজেপি ভোটে জিতলেও পাহাড়ের মানুষের কোনও উপকার হয়নি। তাই আমরা চায় এবারে বহিরাগত কাউকে যেন প্রার্থী না করা হয়। না হলে দলের বিরুদ্ধে আমি নিজে প্রার্থী হব।”