শেষ আপডেট: 8th May 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো: সময় মতো টাকা না দেওয়ায় এক ছাত্রের উপর অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল সিনিয়র পড়ুয়াদের বিরুদ্ধে। চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া ওই পড়ুয়াকে নগ্ন করে চলে বেলাগাম মার। আগুনে তাঁর চুল পুড়িয়ে দেওয়ারও উভিযোগ উঠেছে। নৃসংশ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কানপুরে এক কোচিং সেন্টারে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ইটাবার ওই নির্যাতিত পড়ুয়া। সম্প্রতি অনলাইন বেটিং খেলতে ওই কোচিংয়েরই কিছু সিনিয়রের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন তিনি। এর পর ওই যুবকের কাছে ২০ হাজারের পরিবর্তে ২ লাখ টাকা শোধ দেওয়ার দাবি করেন সিনিয়ররা।
এদিকে টাকা শোধ দিতে না পারায় ওই পড়ুয়াকে ১০ দিন ঘরে বন্দি করে নির্যাতন চলে বলে অভিযোগ। ছাত্রকে মারধরের ভিডিও ক্যামেরাবন্দি করে রাখেন অভিযুক্তেরা। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্তরা মিলে ওই ছাত্রকে কিল-চড়, লাথি-ঘুসি মারছে। তাঁর গোপনাঙ্গেও ক্রমাগত আঘাত করা হয়। এক অভিযুক্তকে কিশোরের চুল পুড়িয়ে দিতেও দেখা যায়। দিনের পর দিন এই অত্যাচার চলতে থাকায় কিশোর তাঁর পরিবারকে জানায়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ছাত্রের পরিবার। কিন্তু পুলিশ প্রথমে অভিযুক্তদের কেবল সতর্ক করে ছেড়ে দেয় বলে অভিযোগ। পরে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। সোমবার এই ঘটনায় ৬ যুবককে গ্রেফতার করা হয়েছে।