শেষ আপডেট: 28th May 2024 12:39
দ্য ওয়াল ব্যুরো: ফুটপাথে একা শুয়েছিল পাঁচ বছরের শিশু। খানিক দূরেই কাজ করছিলেন তার মা। আচমকাই ঘুমন্ত শিশুটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় একটি পথকুকুর। কিছু বুঝে ওঠার আগেই কুকুরের কামড়ে মৃত্যু হয় শিশুকন্যার। সেই ঘটনাটির শাস্তি হিসাবে কানপুর শহরের সব মাছ ও মাংসের দোকান বুলডোজার দিয়ে ভাঙার নির্দেশ দিয়েছেন কানপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র প্রমিলা পাণ্ডে।
যোগী আদিত্যনাথের রাজ্যে বুলডোজার সংস্কৃতি নতুন নয়। এবার পথকুকুরের কামড়ে শিশু মৃত্যু নিয়ে কড়া নির্দেশ কানপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের। মেয়রের দাবি, মাংসের দোকানগুলির জন্য পথকুকুররা হিংস্র হয়ে উঠছে।
মর্মান্তিক ঘটনাটির পরই মেয়র প্রমিলা পান্ডে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন। মেয়রের কাছে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দেন। এলাকার অবৈধ কাজকর্ম নিয়ে পুলিশের পদক্ষেপ না করার বিষয়ে অভিযোগ করেন তাঁরা। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। এলাকায় বেআইনি কাজের সঙ্গে যুক্তদের শাস্তি দেওয়ার আশ্বাস দেন তিনি।
কানপুরের বিজেপি মেয়র প্রমিলা পান্ডে ঘটনাস্থলের কাছের অন্তত ৪৪টি মাছ ও মাংসের দোকান বুলডোজার দিয়ে ভাঙার নির্দেশ দেন। এমনকী দোকানগুলি যদি ফের খোলা হয় তাহলে আরও কড়া শাস্তিরও হুঁশিয়ারি দেন তিনি। পুলিশ, প্রশাসনের কর্তারা সেইমত ইতিমধ্যে ডজন খানেক মাছ-মাংসের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। কারণ হিসেবে যোগী রাজ্যের বিজেপি মেয়র বলেন, এইসব দোকান থেকে কাঁচা মাছ, মাংস দেওয়ার জন্য পথ কুকুররা হিংস্র হয়ে উঠছে। তাই সেগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পুরসভার চিফ মেডিক্যাল অফিসারের মতে, দূষিত কাঁচা মাংস খেলে কুকুরদের মধ্যে আক্রমণাত্মক আচরণের হয়ে ওঠে। যার ফলে মানুষের উপর আক্রমণের প্রবণতাও বাড়ে।
এদিকে মেয়রের নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানান দোকান মালিকরা। বুলডোজার দিয়ে দোকান গুঁড়িয়ে না দেওয়ার দাবি করেন তাঁরা। কিন্তু তাঁদের কোনও কথাতেই কান দেননি প্রমিলা। তবে বাড়ির বাইরে পথকুকুরদের খাওয়ার জল রাখার জন্য এলাকাবাসীদের আর্জি জানিয়েছে সংশ্লিষ্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন।