শেষ আপডেট: 18th December 2023 18:05
দ্য ওয়াল ব্যুরো: কোন শিশুর শৈশব কখন কীভাবে হারিয়ে যায় ওই কুকুর ছানাগুলি আন্দাজও করতে পারেনি। ঘুমন্ত অবস্থাতেই প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয় সারমেয়গুলিকে। হাঁসফাঁস করতে থাকলেও বাঁচার সুযোগটুকুও পায়নি। না, এ কোনও প্রাপ্তবয়স্কর কাজ নয়। কানপুরে চার শিশু মিলে এমন পৈচাশিক কাণ্ড ঘটিয়েছে।
উত্তরপ্রদেশের কানপুরের কিদওয়াই নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানে কয়েক দিন আগে গীতা পার্কে চার কুকুর ছানাকে পুড়িয়ে মেরেছে ৮-৯ বছরের চার শিশু। ঘটনাস্থলে পৌঁছে এক শিশুকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্কে খেলার সময়ে শিশুরা একটি ছাউনির তলায় কুকুরছানাগুলিকে ঘুমিয়ে থাকতে দেখে। স্থানীয়রাই ঠান্ডা থেকে বাঁচতে খড় ও পাটের বস্তা দিয়ে কুকুরগুলির জন্য আস্তানা তৈরি করে দিয়েছিল। খানিকক্ষণ নিজেদের মধ্যে কথা বলার পরই এক শিশু দেশলাই বার করে ছাউনিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে চারিদিক দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘুমন্ত প্রাণীগুলি বাঁচার সুযোগটুকু পর্যন্ত পায়নি।
কুকুর ছানাদের কাতর চিৎকার শুনে পার্কে ছুটে আসেন স্থানীয়রা। ততক্ষণে অধিকাংশ ছাউনি পুড়ে গিয়েছে। আর নিরীহ প্রাণীগুলি তার মধ্যেই দৌড়ে বেড়াচ্ছে। খানিকক্ষণের মধ্যেই মারা যায় ৪ টি কুকুর। এদিকে স্থানীয়দের আসতে দেখে তিন শিশু ওই জায়গা থেকে পালিয়ে যায়। যার মধ্যে এক আট বছরের এক শিশুকে ধরে ফেলেন এলাকাবাসীরা। যদিও এমন নৃশংস ঘটনা শিশুদের মাথায় কীভাবে এল তা ভেবেই হতবাক হয়ে গিয়েছেন সকলে।
স্থানীয়রা স্থানীয় লোকাল অ্যানিমাল ওয়েলফেয়ার অরগানাইজেশনকে খবর দেওয়া হয়। খানিকক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটিতে অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশের অমরনাথ যাদব বলেন, প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ করা হবে।