শেষ আপডেট: 18th June 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আপ লাইনে প্রথম ট্রেন চলে মঙ্গলবার সকালে। তার কিছুক্ষণের মধ্যে ডাউন লাইনেও চলল ট্রেন। অর্থাৎ, দুই লাইন দিয়েই ট্রেন চলাচল শুরু হয়েছে মঙ্গলবার। লাইন থেকে ক্ষতিগ্রস্ত কামরাগুলি সরানোর কাজ সম্পন্ন হতেই ট্রেন চলাচল শুরু হল।
এদিন সকালে খুব ধীর গতিতে আপ লাইনে কামাক্ষ্যা গান্ধীধাম এক্সপ্রেস পাস করানো হয়েছিল। এরপর ডাউন লাইনে চলে আওয়াধ-অসম এক্সপ্রেস। সোমবার ট্রেন দুর্ঘটনার পর থেকে কিছু ট্রেনের রুট বদল এবং কয়েকটি ট্রেন বাতিল করেছিল রেল। তবে জানানো হয়েছিল, ক্ষতিগ্রস্ত লাইনে কাজ শুরু হয়ে যাওয়ায় অল্প সময়ের মধ্যে আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু করা যেতে পারে। অবশেষে মঙ্গলবার দুপুরের মধ্যেই দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।
সোমবারের এই দুর্ঘটনার পর ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, রুটও বদল হয়েছে অনেক ট্রেনের। আর দুর্ঘটনা যেখানে ঘটেছে সেই লাইনে তো পুরো ট্রেন চলাচলই বন্ধ ছিল। মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাস্থল দিয়ে আপাতত ট্রেন চালানো শুরু হয়েছে। তবে এখনই সব ট্রেন সেই রুটে চালানো হবে না বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনা হল কীভাবে? রেলের প্রাথমিক অনুমান, লাল সিগন্যাল দেখতে পাননি মালগাড়ির চালক। এই কারণেই একই লাইনে এসে যায় দুটি ট্রেন। এক্ষেত্রে আরও তথ্য উঠে এসেছে, যে রুটে দুর্ঘটনা হয়েছে, সেই রুটে সকাল থেকেই সিগল্যাল খারাপ ছিল। তবে তদন্তের আগেই কীভাবে চালকের উপর 'দায় চাপাচ্ছে' রেল, এই প্রশ্নই তুলেছে লোকো পাইলট সংগঠন।
প্রসঙ্গত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। এখনও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাই আতঙ্ক এখনই কমছে না।