শেষ আপডেট: 21st June 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে বাড়ি ফিরলেন ধনিয়াখালির দুই যুবক তন্ময় ঘোষ ও সৌনক সাহা।কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সওয়ার ছিলেন তাঁরা। দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি ছিলেন সেখানকার হাসপাতালে। শুক্রবার বাড়ি ফিরলেন তাঁরা।
তন্ময় জানান,সেদিনের ভয়াবহ দুর্ঘটনার পর বেঁচে ফিরবেন ভাবেননি। তিনি বলেন, "লাগেজ কামরার পর তিন নম্বর জেনারেল কামরায় ছিলাম। হঠাৎই বিকট জোরে একটি ঝাঁকুনি দেয়। তারপরেই লাইন থেকে নেমে যায় ট্রেন। তারপর কী থেকে কী হল কিছুই বুঝতে পারিনি।"
দুর্ঘটনায় প্রচণ্ড চোট পান তিনি। সেই অবস্থাতেই লন্ডভন্ড কামরা থেকে পাঁচজনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যেই ছিলেন বন্ধু সৌনক সাহা। একে একে তাদের উদ্ধার করে কামরার বাইরে নিয়ে আসেন। ততক্ষণে রাঙাপানি এলাকার মানুষরাও খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তন্ময় ও সৌনক, দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এতদিন হাসপাতালেই চিকিৎসা হয়েছে তাঁদের।
শুক্রবার দুপুরে তাঁদের ফেরার খবর পেয়ে দেখা করতে যান ধনেখালির বিধায়ক অসীমা পাত্র। দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়েছিলেন। সেখানে আহতদের সঙ্গে কথা বলে যখন জানতে পারেন ধনিয়াখালির দুই যুবক আছে। সঙ্গে সঙ্গে সেখান থেকে অসীমাকে ফোন করে তাঁদের পরিবারের পাশে থাকার কথা বলেন। সঙ্গে সঙ্গেই বিডিও এবং ওসিকে নিয়ে আহতদের বাড়িতে যান বিধায়ক। সব রকম সাহায্য করেন।