R G Kar
টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল
শেষ আপডেট: 2nd September 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: '১১ বছর কামদুনি বিচার পায়নি, রাজ্যের মানুষ চাইছে বিচার হোক।' এমন দাবি করলেন, কামদুনি কাণ্ডের প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল। আরজি কর কাণ্ডের পরে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের রাস্তায় মিছিল বের করেছেন তাঁরা। দুজনের দাবি, ১১ বছর পরেও কামদুনি বিচার পায়নি। মহিলা নিরাপত্তাও রাজ্য তলানিতে ঠেকেছে। কামদুনির পরেও রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে।