ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।
শেষ আপডেট: 1st August 2024 09:21
দ্য ওয়াল ব্যুরো: জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ইতিহাসের মুখে দাঁড়িয়ে রয়েছেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী, ভারতীয় বংশোদ্ভূত নেত্রী কমলা হ্যারিস। জনমত সমীক্ষায় ইতিমধ্যেই দুঁদে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ফেলে এগিয়ে গিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে ট্রাম্পের নির্বাচনী প্রচারে যে হ্যারিসের বিরুদ্ধে ক্রমেই সুর চড়বে, তা সহজেই অনুমেয়। তবে বিরোধিতা করতে গিয়ে, কমলা হ্যারিসকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বসলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন তুললেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ!
বেফাঁস মন্তব্য করায় অবশ্য বরাবরই দড় ট্রাম্প। এবারেও তাঁর বিশ্রী মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক রাজনীতিতে।
ঠিক কী বলেছেন ট্রাম্প?
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি সাক্ষাৎকারে কমলা হ্যারিসকে নিয়ে বলেন, 'ও তো ভারতীয় বংশোদ্ভূত বলেই জানতাম। বরাবর ভারতীয় ঐতিহ্যের প্রচার করে এসেছে। তবে কয়েক বছর আগে ও কৃষ্ণাঙ্গ হয়ে গেল। তার আগে পর্যন্ত আমি জানতাম না সেটা। এখন ও কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচিত হতে চায়। তাই আমি ঠিক জানি না, ও ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?'
ট্রাম্পের এই মন্তব্যের পরেই হইচই পড়ে যায় সব মহলে। এমনকি হোয়াইট হাউসের তরফেও প্রাক্তন প্রেসিডেন্টের সমালোচনা করা হয়, বলা হয় অপমানজনক কথা বলেছেন ট্রাম্প। প্রাক্তন প্রেসিডেন্টের অবশ্য এমনটা মোটেও মনে হয় না। তিনি বরং আরও বলেন, 'ভারতীয় বা কালো চামড়া-- আমি সব জাতি বা সম্প্রদায়কেই সম্মান করি। কিন্তু ও (কমলা হ্যারিস) করে না। কারণ এতদিন ও ভারতীয় ছিল, হঠাৎ ও কৃষ্ণাঙ্গ হয়ে গেল।'
তবে এসব বিতর্ক যতই বাড়ুক, কমলা হ্যারিসের দৌড় কিন্তু বেশ ভালই এগোচ্ছে। জনমত সমীক্ষায় ইতিমধ্যেই আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদের জন্য প্রথম পছন্দ ভাইস প্রেসিডেন্ট কমলা। অন্যদিকে, ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে ৪২ শতাংশ ভোটারের। আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তাতে শেষমেশ জয়ী হলে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার নজির গড়বেন তিনি।