শেষ আপডেট: 27th June 2024 11:47
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার আম আদমি পার্টির সংসদ বয়কটের মধ্যেই অষ্টাদশ লোকসভার প্রাক্কালে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যথারীতি ভাষণে সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যে ভূয়সী প্রশংসা ও স্তূতিবাক্য ফুটে ওঠে তাঁর বক্তব্যে। তিনি গ্রামীণ সড়কে থেকে উত্তর-পূর্বে শান্তিপ্রতিষ্ঠা সহ বিভিন্ন বিষয়ে সরকারের অগ্রণী ভূমিকা তুলে ধরেন।
মুর্মু বলেন, আসন্ন কেন্দ্রীয় বাজেট দেশের ভবিষ্যৎ দিশা দেখাবে। দেশের অর্থনীতির বিপুল প্রশংসা করে তিনি আরও বলেন, ভারত দ্রুত তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে এগিয়ে চলেছে। বিশ্বের মানুষ দেখেছে, এনডিএ টানা তৃতীয়বার স্থায়ী সরকার গঠনে সক্ষম হয়েছে। মানুষ স্থায়ী সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ভোট দিয়েছেন।
কাশ্মীরের ভোটাররা দেশের শত্রুদের মুখে ছাই দিয়ে ব্যাপক সাড়া দিয়ে ভোট দিয়েছেন। আমাদের সরকারের লক্ষ্য হল, দেশের একটি মানুষও যেন উন্নয়ন প্রকল্পের বাইরে থেকে না যান। আনন্দের বিষয় হল রাজনীতিতে আরও বেশি সংখ্যায় মহিলা প্রতিনিধিত্ব আসছে। লোকসভা ও বিধানসভায় তাঁদের প্রতিনিধিত্ব বাড়ায় নারীর সশক্তিকরণ বাড়ছে।
এদিন যৌথ অধিবেশনের ভাষণ শুরু করেন নবনির্বাচিত এমপিদের স্বাগত জানিয়ে। একইসঙ্গে নবনির্বাচিত লোকসভার স্পিকার ওম বিড়লাকে শুভেচ্ছা জানান মুর্মু। সংসদে ঢোকার সময় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, স্পিকার ওম বিড়লা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাষ্ট্রপতির ভাষণের আগেই আম আদমি পার্টি জানিয়ে দেয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে তারা সংসদের যৌথ অধিবেশন বয়কট করবে। আপের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে উদ্ধব সেনার নেতা সঞ্জয় রাউতও বলেন দেশে চলতি যে একনায়কতন্ত্র চলছে, তার জন্য রাষ্ট্রপতিও দায়ী। রাষ্ট্রপতির উচিত ছিল সরকারের এই স্বেচ্ছাচারী আচরণে লাগাম টানা।