শেষ আপডেট: 11th July 2024 17:16
দ্য ওয়াল ব্যুরো: মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্তর সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে মুম্বই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিয়ের আনন্দানুষ্ঠানে যোগ দেওয়ার আগেই ইন্ডিয়া জোট শরিক নেতা শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে ও অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটের পর এটাই হবে জোট শরিক নেতাদের সঙ্গে মমতার প্রথম বৈঠক।
বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে মমতা বলেন, অনন্ত ও রাধিকার বিয়েতে মুকেশজি এবং নীতাজি আমাকে নিমন্ত্রণ করেছেন। ওরা বেশ কয়েকবার আমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। সে কারণেই অনুরোধ ঠেলতে না পেরে আমি বিয়েতে যোগ দিতে মুম্বই যাচ্ছি। তবে তার আগে আমি উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করব।
মমতা আরও বলেন, লোকসভা ভোটের পর থেকে তাঁর সঙ্গে আমার দেখা হয়নি, রাজনৈতিক বিষয়ে আমাদের কথা হবে। উদ্ধব ঠাকরে ছাড়াও আমি শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গেও কথা বলব। শুনেছি অখিলেশ যাদবও বিয়ের আমন্ত্রণ পেয়ে আসছেন। তাঁর সঙ্গেও কথা হতে পারে, এখন দেখতে হবে অখিলেশ কখন মুম্বই এসে পৌঁছচ্ছেন তাঁর উপর।
প্রসঙ্গত, লোকসভা ভোটে এবার ইন্ডিয়া জোট আশাতীত ভালো ফল করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূল, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, মহারাষ্ট্রে উদ্ধব সেনা ও শরদের দল এনসিপি। সংসদের বিশেষ অধিবেশনেও প্রথম দফাতেই বিজেপিসহ এনডিএকে চাপের মুখে রাখে ইন্ডি ব্লক। সেই প্রেক্ষিতে শুক্রবার মমতার সঙ্গে এই নেতাদের সাক্ষাৎ ঘটলে রাজনৈতিক দিক থেকে তার গুরুত্ব আছে।
উল্লেখ্য, দিন কয়েকের মধ্যেই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। ২৩ জুলাই লোকসভায় বাজেট প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেট অধিবেশনেও সরকার বিরোধী হাওয়া জিইয়ে রাখার বিষয়ে আলোচনা হতে পারে বলে অনেকে মনে করছেন।
শুধু উদ্ধব, শারদ, অখিলেশই নন, এই সফরে মমতার সঙ্গে দেখা হতে পারে আরও বহু নেতার সঙ্গে। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি কাজের কথাও সেখানে হতে পারে। কারণ, আম্বানি বাড়ির বিয়েতে মমতা ছাড়াও উপস্থিত থাকবেন আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। এমনকী স্বয়ং সনিয়া গান্ধী সহ গান্ধী পরিবারও আমন্ত্রিত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে।