শেষ আপডেট: 30th May 2024 16:00
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় প্রাকবিবাহ উৎসবে প্রমোদতরণীতে ভ্রমণের ফাঁকেই চলে এল বিয়ের নিমন্ত্রণ। বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত গাঁটছড়া বাঁধতে চলেছেন শৈল এবং বীরেন মার্চেন্ট কন্যা, বাল্যবান্ধবী রাধিকা মার্চেন্টের সঙ্গে। এককথায় বলা যায়, রাজপুত্রের বিয়ে। তাই যে কে সেইভাবে হয় নাকি! ১২ জুলাই থেকে মুম্বইতে শুরু হতে চলেছে এই গ্রহের শতাব্দী-স্মরণীয় বিবাহ অনুষ্ঠান।
বৃহস্পতিবার, ৩১ মে পরিবারের তরফে 'সেভ দ্য ডেট' নামে একটি বিয়ের নিমন্ত্রণ প্রকাশিত হয়েছে। জাঁকজমকে ভরা স্বপ্নেরও অতীত এই বিয়ের অনুষ্ঠান হবে তিনদিন ধরে। মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হবে বিয়ে ও অতিথি আপ্যায়ণের রাজকীয় ব্যবস্থা।
সূত্রে জানা গিয়েছে, কিছু অতিথিকে এদিন সেভ দ্য ডেট আমন্ত্রণ পাঠানো হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণপত্র পাঠানো হবে। এই নিমন্ত্রণপত্রটি তৈরি করা হয়েছে হিন্দু বিবাহের রীতি মেনে ঐতিহ্যগত সিঁদুর লাল এবং সোনালি অক্ষরে। সেখানে তিনদিনের রীতি-রেওয়াজের কথা বিস্তারিত জানিয়ে আমন্ত্রণ জানিয়েছেন হবু শ্বশুর-শাশুড়ি মুকেশ ও নীতা আম্বানি।
'শুভবিবাহ' হবে ১২ জুলাই। যেখানে অতিথিদের ড্রেস কোড হবে ইন্ডিয়ান ট্রাডিশনাল। এর পরদিন অর্থাৎ ১৩ জুলাই হবে শুভ আশীর্বাদ। সেখানে পোশাকবিধি থাকবে ইন্ডিয়ান ফর্মাল। ১৪ জুলাই হবে মঙ্গল উৎসব অথবা অতিথি আপ্যায়ণ অর্থাৎ ভূরিভোজ বা খানাপিনার আসর। সেখানে পরে আসতে হবে ইন্ডিয়ান চিক।