শেষ আপডেট: 20th May 2024 17:10
দ্য় ওয়াল ব্যুরো: ২৫ তারিখ ভাগ্য নির্ধারণ। তার আগে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সমর্থনে সোমবার সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু ঝড়-বৃষ্টিতে ভেস্তে গেল হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভা। পরের সভাস্থল ঝাড়গ্রাম থেকেই তমলুকবাসীর জন্য ভার্চুয়াল বক্তৃতা করছেন মোদী।
এদিন দুপুর তিনটের সময় হলদিয়ায় সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু বেলা গড়াতেই মেঘে ঢাকে পূর্ব মেদিনীপুরের আকাশ। জেলা জুড়ে শুরু হয় প্রবল বৃষ্টি। সঙ্গে বইতে থাকে ঝড়ো হাওয়া। আবহাওয়ার কারণে হলদিয়ার সভাস্থলে পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বাতিল করতে হয় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সমর্থনে এই প্রচারসভা।
হলদিয়ার পর বিকেল চারটে পঁয়তাল্লিশে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী ডাঃ প্রণত টুডুর সমর্থনে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। হলদিয়ার সভা বাতিল হওয়ায় সোজাসুজি ঝাড়গ্রামে চলে যান তিনি। এখান থেকেই হলদিয়ায় ভার্চুয়াল সভা করেন নরেন্দ্র মোদী।
তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে এদিন হলদিয়ায় মোদীর সভাস্থল বাছা হয়েছিল। কিন্তু আবহাওয়ার অবনতি হওয়ায় তাঁর হেলিকপ্টার গন্তব্যের দিকে উড়তেই পারেনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে যাওয়াতেই মোদীর কপ্টার এদিন হলদিয়ায় আসতে পারেনি। আচমকা ঝড়-বৃষ্টির জেরে শুধু প্রধানমন্ত্রীর সভাই নয়, জেলার অনেক রাজনৈতিক কর্মসূচিই এদিন বাতিল হয়েছে।