শেষ আপডেট: 6th April 2024 11:00
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ থামাতে এবার অগ্রণী ভূমিকায় ভারত। রাষ্ট্রসঙ্ঘের একটি খসড়া প্রস্তাবের পক্ষে ভারত ভোট দিয়েছে। প্যালেস্তিনীয় জনতার আত্মনিয়ন্ত্রণের অধিকার সহ ভূখণ্ডের উপর স্বাধীন রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার সম্পর্কিত রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পর্ষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নয়াদিল্লি। প্যালেস্তিনীয়দের আত্মনিয়ন্ত্রণের অধিকার শিরোনামে এই খসড়া প্রস্তাবটি জেনেভাস্থিত পর্ষদে উপস্থাপিত করা হয়। ভারতসহ ৪২টি দেশ প্রস্তাবের সমর্থনে রায় দিয়েছে। ৪৭ সদস্যের এই পর্ষদে আমেরিকা এবং প্যারাগুয়ে প্রস্তাবের বিপক্ষে এবং আলবেনিয়া, আর্জেন্তিনা এবং ক্যামেরুন ভোটদানে বিরত থাকে।
প্রস্তাবে বলা হয়েছে, প্যালেস্তিনীয় জনগণের তাঁদের ভূখণ্ডের উপর অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। ফলে সেখানে তাঁরা স্বাধীনতা, ন্যায়বিচার এবং সম্মানের সঙ্গে জীবনধারণের অধিকার ভোগ করতে পারেন। এটা শুধু অবিচ্ছেদ্য তাই নয়, সীমাহীন এবং স্থায়ী অধিকার হিসেবে বিবেচ্য। প্রস্তাবে জোরের সঙ্গে বলা হয়েছে, সর্বাত্মক এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ইজরায়েল-প্যালেস্তাইনকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন বিধিকে মান্যতা দেওয়া প্রয়োজন।
ইজরায়েলকে সতর্ক করে প্রস্তাবে বলা হয়েছে, এই মুহূর্তে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত প্যালেস্তাইন ছেড়ে দিতে। এর সঙ্গে প্যালেস্তাইনের আঞ্চলিক সংহতি, সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্বাধীনতা হস্তান্তরে পদক্ষেপ করতে। দুই প্রতিবেশী যাতে শান্তি ও নিরাপদে বসবাস করতে পারে তারজন্য মানবাধিকার পর্ষদ দুই পক্ষকেই সমর্থন করবে বলে খসড়া প্রস্তাবটি গৃহীত হয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পর্ষদের অপর একটি প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত। গাজা ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইজরায়েলের অবৈধ দখলদারি মুক্ত করার দাবিতে তোলা প্রস্তাবে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। পূর্ব জেরুজালেমসহ প্যালেস্তিনীয় ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত এই প্রস্তাবের পক্ষে ২৮টি দেশ, বিপক্ষে ৬ এবং ১৩টি দেশ ভোটদানে বিরত থাকে। ভারতের মতো ফ্রান্স, জাপান, নেদারল্যান্ডস এবং রোমানিয়া ভোটদানে বিরত থাকে।