শেষ আপডেট: 19th June 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: হজে গিয়ে প্রায় সাড়ে পাঁচশোর বেশি ভক্তের মৃত্যু হয়েছে গরমে। আরব বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মক্কার বড় মসজিদে সোমবার তাপমাত্রা ছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস। সৌদি আবহাওয়া দফতর এই তথ্য জানিয়েছে। যাঁরা গরম সহ্য না করতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তাঁদের অধিকাংশই মিশরীয়। ৩২৩ জন মিশরবাসীর মৃত্যু হয়েছে গরমে।
এক কূটনীতিক জানান, তীব্র গরম ও ভিড়ের কারণে অধিকাংশের মৃত্যু হয়েছে। মিশরীয় ছাড়াও ৬০ জন জর্ডনের নাগরিক। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, মোট মৃতের সংখ্যা ৫৭৭। তবে কূটনীতিক জানিয়েছেন, স্থানীয় আল মুয়াইজেম হাসপাতালের মর্গ থেকে ৫৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এছাড়াও প্রায় ২০০০ জন তীর্থযাত্রীর চিকিৎসা চলছে। তাও এই হিসেব গত রবিবার পর্যন্ত। সৌদি প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার, অতিরিক্ত জলপান, সোজা রোদে না থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও হজযাত্রীদের অনেক রীতিনীতি আছে যা বাইরে করতে হয়। রাস্তার ধারে এই অবস্থায় অনেককে নিথর অবস্থায় পাওয়া গিয়েছে।
এ বছর আনুমানিক ১৮ লক্ষ হজযাত্রী এসেছেন। যার মধ্যে ১৬ লক্ষই হলেন বিদেশি। অনেকে অর্থের অভাবে সরকারি ভিসা ছাড়াই আসেন। ফলে তাঁদের জন্য সৌদি সরকারের এসি সুবিধা থাকে না।
মঙ্গলবার মিশরের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সৌদি প্রশাসনের সঙ্গে কায়রোর সহযোগিতায় মৃত মিশরীয়দের খোঁজ চলছে। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু মানুষের খবর মিলেছে। তবে সংখ্যায় কত, সে ব্যাপারে নিশ্চিত নয় সরকার।