মোহনবাগানের অনুষ্ঠানে সঞ্জীব গোয়েঙ্কার পাশে কোচ মোলিনা ও বিশ্বকাপার জিমি।
শেষ আপডেট: 30th July 2024 16:12
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্ডার আনোয়ার আলি ইস্যুতে বিতর্ক থেকে দূরে থাকলেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। এদিন তিনি নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে আনোয়ার নিয়ে জানিয়েছেন, আনোয়ার খুব মিষ্টি ছেলে। ফুটবলার হিসেবে ও আমার খুব পছন্দের, কিন্তু আমি এই নিয়ে কিছুই বলব না। কারণ বিষয়টি ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির আয়ত্ত্বে। এই নিয়ে কিছু বলা যাবে না।
কলকাতা সিইএসসি-র মালিক আরও জানান, ‘‘আনোয়ারের বিষয়ে আমি কারও উস্কানিতে পা দেব না। আমরা মোহনবাগান, আমাদের একটা সংস্কৃতি রয়েছে, আমরা সুভদ্র।’’
আগামী ২ অগস্ট প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভা রয়েছে। সেই সভার আগে মোহনবাগান সুপার জায়ান্টস কর্ণধার বলেছেন, ‘‘মোহনবাগান ক্লাব একটা আবেগ, এই ক্লাবের বিশেষ মর্যাদা রয়েছে। যে ফুটবলাররা এই ক্লাবের জার্সি পরে খেলছে, তাদেরও বুঝতে হবে এটি শুধু ক্লাব নয়, প্রতিষ্ঠান।’’ আনোয়ার ইস্যুতেই এই কথা বলেছেন গোয়েঙ্কা।
মঙ্গলবার এক অনুষ্ঠানে গোয়েঙ্কার বাসভবনে হাজির ছিলেন কোচ হোসে মোলিনা ও বিশ্বকাপার জিমি ম্যাকলারেন। জিমি জানিয়েছেন, আমি মোলিনার কোচিংয়ে আগে খেলেছি, তাঁর খেলানোর স্টাইল সম্পর্কে আমি অবগত। এমনকী কামিন্সের খেলার স্টাইলও আমি জানি। আমি এখানে এসেছি গোল করতে, দলকে জেতাতে, সমর্থকদের আনন্দ দিতে।
জিমি আরও বলেছেন, ‘‘আমি যেদিন কলকাতা বিমানবন্দরে নামলাম, সেদিনই বুঝেছিলাম সমর্থকদের আবেগ কী পর্যায়ে রয়েছে, সবাই ডার্বি নিয়ে বলছে। আমিও ৬০ হাজার দর্শকের সামনে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’
গোয়েঙ্কার পাশে বসে কোচ মোলিনাও বললেন, ‘‘সবে প্রস্তুতি শুরু হয়েছে, দলটিকে তৈরি করতে হবে, সবাই পরিশ্রম করতে মরিয়া রয়েছে, আমরা সব ম্যাচই জিততে চাই।’’