শেষ আপডেট: 13th February 2023 07:57
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে হারিয়ে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় মহিলা দল। ম্যাচে ৩৮ বলে ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে সেরা হয়েছেন জেমিমা (Jemimah Rodrigues)। এই ডান হাতি ব্যাটার মেরেছেন জয়সূচক শট ।
জেমিমার জন্যই ভারতের জয় এত সহজ হয়েছে। কিন্তু কয়েক মাস আগেও তিনি ফর্মে ছিলেন না। এই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন নামী এই তারকা। তাঁকে নিয়ে বলা হয়েছিল তিনি সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়। কিন্তু ব্যাটে তাঁর রান নেই। এক সাংবাদিক লিখেছিলেন, জেমিমা ইনস্টাতে হিরো, মাঠে বিগ জিরো (zero to hero)।
এতদিন পরে সেই সমালোচককে নেটিজেনরা তাঁকে তীব্র আক্রমণ করছেন।
জেমিমার সমর্থনে কথা বলছেন তাঁর বন্ধুরা। বলা হচ্ছে জেমিমার মতো বড় ক্রিকেটারকে আক্রমণ করার অর্থ হল পুরো দলকে অসম্মান করা।
জেমিমা সোশ্যাল মিডিয়াতে নিজের গানও পোস্ট করেন। এমনকী তাঁকে নানা বাদ্য যন্ত্র বাজাতে দেখা যায়। সেই নিয়ে অনেকে দেশের নামী তারকাকে কটাক্ষ করে থাকেন। কিন্তু সেই নিয়ে জবাব দেন না জেমিমা।
পাক দলের বিরুদ্ধে জ্বলে উঠে তিনি প্রমাণ করলেন হরমানপ্রীতদের দলের প্রাণভোমরা তিনি।
ম্যাচ শেষে দলের অধিনায়ক হরমনপ্রীত জানিয়েছেন জেমিমা যেভাবে ব্যাটিং করেছে তাতে প্রতিপক্ষ দল চাপে পড়ে গিয়েছিল। জেমিমা দেখাল সে সিনিয়রের কাজটি সঠিকভাবে পালন করেছে। পাক শিবিরও মনে করছে তাদের হারিয়ে দেওয়ার মূলে রয়েছেন জেমিমা।
মোদী-আদানি: সরকারকে চেপে ধরতে খাড়্গে ঘিরে বিরোধীরা, যোগ দেয়নি তৃণমূল, আপও