শেষ আপডেট: 6th June 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: এনডিএ অর্থাৎ মিলিজুলি সরকার গঠিত হলেও শাঁসালো মন্ত্রকগুলি নিজের হাতেই রাখবে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি। শরিক দলগুলির বিভিন্ন দাবিদাওয়া, আবদার-বায়না রাখতে হলেও সরকারের চাবিকাঠি নিজেদের হাতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মোদী-শাহ জুটি। যেমন, স্বরাষ্ট্র, অর্থ, রেল, প্রতিরক্ষা, তথ্য-সম্প্রচার, প্রযুক্তি, আইন-বিচার এবং সর্বোপরি বিদেশ মন্ত্রক পদ্ম শিবিরেই রাখার বিষয়ে অটল বিজেপি।
ইতিমধ্যেই অগ্নিবীর, অভিন্ন দেওয়ানি বিধি ও জাতিভিত্তিক জনগণনার দাবি উঠলেও অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি রাজ্যের জন্য বিশেষ মর্যাদার দাবি জানাবে। বৃহস্পতিবার নাইডুর সভাপতিত্বে টিডিপির সংসদীয় দলের এক বৈঠকে ঠিক হয়েছে, তারা বিজেপির কাছে ৫টি ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রক চাইবে। এছাড়াও রাজ্য বিধানসভায় তাদের শরিক দল পবন কল্যাণের জনসেনা পার্টির জন্য ২টি মন্ত্রকের দাবি তোলা হবে।
অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে টিডিপি জিতেছে ১৬টি, জনসেনা ২ এবং বিজেপি ৩টি আসন দখল করেছে। এদিন নাইডুর উনডাবল্লির বাড়িতে আয়োজিত বৈঠকের পর দলের এক সাংসদ বলেন, আমরা প্রথমেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পূরণের দাবি জানাব। রাজ্য ভাগ হওয়ার পর হায়দরাবাদ হাতছাড়া হওয়ায় আমাদের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে।
সূত্রে জানা গিয়েছে, দাবি বা বায়না যাই থাক না কেন, শরিক দলগুলিকে রাষ্ট্রমন্ত্রীর পদ দিয়ে সন্তুষ্ট রাখতে চায় বিজেপি। চন্দ্রবাবুর দল ছাড়াও লোক জনশক্তি পার্টি চিরাগ পাসোয়ান একটি ক্যাবিনেট ও একটি রাষ্ট্রমন্ত্রীর দাবিদার হতে পারেন। এছাড়াও জিতনরাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চাও একটি ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রক চাইতে চলেছে।