শেষ আপডেট: 25th August 2021 12:01
দ্য ওয়াল ব্যুরো: এর আগে নাথান লিয়নের ‘নিয়মিত খাদ্য’ ছিলেন বিরাট কোহলি। এবার কোহলিকেও নিয়মিত শিকার করে তুলেছেন জিমি অ্যান্ডারসন। তিনি মোট সাতবার টেস্টে আউট করলেন বিরাটকে। ভারতীয় দলের বাঘা বাঘা ব্যাটসম্যানদের ফেরালেন দশ ওভারের মধ্যেই। তিন উইকেট পড়ল মাত্র ২১ রানে। তৃতীয় টেস্টের প্রথমদিন রীতিমতো চাপে ভারতীয় দল। প্রথম ওভারেই বড় ধাক্কা খেল ভারত। কেএল রাহুলকে ওভারের পঞ্চম বলে ফেরালেন জিমি অ্যান্ডারসন। খাতা খোলার আগেই আউট হয়ে গিয়েছেন রাহুল। তৃতীয় টেস্টের শুরুতেই জেমস অ্যান্ডারসনের দাপটে ভারতের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। প্রথম ওভারে রাহানেকে ফেরানোর পর পঞ্চম ওভারের প্রথম বলেই চেতেশ্বর পূজারাকে প্যাভিলিয়নে ফেরালেন অ্যান্ডারসন। ১ রান করে আউট হয়েছেন পূজারা। ৫ ওভারে ২ উইকেট হারিয়ে বসে রয়েছে ভারত। তাদের সংগ্রহ মাত্র ৪ রান। ফের বিধ্বংসী অ্যান্ডারসন। ১১ ওভারের মধ্যে ভারতের ৩ উইকেট ফেলে দিয়েছেন। ফের ব্যর্থ হয়েছেন বিরাট। অ্যান্ডারসনের বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন কোহলি। ভারতকে নির্ভরতা দিচ্ছেন ওপেনার রোহিত শর্মা ও আজিঙ্ক্যা রাহানে। অ্যান্ডারসনের চাপ সহ্য করেই তাঁরা দলকে টানছেন। এই নিয়ে কোহলি টানা ৫০টি আন্তর্জাতিক ইনিংসে সেঞ্চুরি পাননি। এমন ব্যাড প্যাচ এর আগে তাঁর যায়নি। এদিন ভারতের প্রথম তিন প্রারম্ভিক ব্যাটসম্যান থিতু হওয়ার আগেই আউট হয়ে গিয়েছেন।