শেষ আপডেট: 11th February 2021 15:24
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতকে হারানোর মূলে দুই ব্রিটিশ তারকা। একজন যদি হন জো রুট, অন্যজন জেমস অ্যান্ডারসন। ওই দুই তারকা এই মুহূর্তে ইংল্যান্ড শিবির আলো করে রয়েছেন। যদিও চেন্নাইতেই দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দল থেকে বাদ যেতে পারেন অ্যান্ডারসন। এই নামী পেসারকে বাদ দিয়েই দল নামাতে চাইছেন কোচ ক্রিস সিলভারউড। চোট এড়ানোর দাওয়াই হিসেবে রোটেশন প্রথা চালু রয়েছে ইংল্যান্ড দলে। সেই কারণে প্রথম টেস্টে যিনি বিধ্বংসী ফর্মে ছিলেন, তাঁকে বসিয়ে বড় ঝুঁকি নিতে চলেছে রুটের দল। ইংল্যান্ড কোচ সিলভারউড বলেছেন, “দল পালটাতে আমাদের কোনও সমস্যা নেই। ক্রিকেটারদের বিশ্রাম দেওয়াও অত্যন্ত জরুরি। অ্যান্ডারসন দলের অন্যতম সেরা অস্ত্র। তাতেও দ্বিতীয় টেস্টে অ্যান্ডারসন দলে থাকবে কিনা সেই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশ্যই ব্রড ও অ্যান্ডারসনকে আমি একসঙ্গে খেলাতে চাই। কিন্তু ওই যে বললাম ক্রিকেটারদের ফিট রাখাটাও আমার অন্যতম লক্ষ্য।” এদিকে, ভারতের বিরুদ্ধে টোয়েন্টি ২০ সিরিজের জন্য দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। তারা অবাক করার মতো দল থেকে বাদ দিয়েছে জো রুটকে, যিনি টেস্ট দলের নেতা, তার চেয়েও বড় কথা, যিনি প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ভারতের হারের পথ প্রশ্বস্ত করেছেন, তাঁকেই বাদ যেতে হয়েছে। রুটকে বাদ দিয়েই ১৬ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সুযোগ পেয়েছেন, মইন আলি, আর্চার, জনি বেয়ারস্টো, সাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, রিসে টপলি, মার্ক উড। কোহলিদের দলে ফিরতে চলেছেন অক্ষর প্যাটেল। বাদ যাবেন ঝাড়খন্ডের স্পিনার শাহবাজ নাদিম। প্রথম টেস্টে নাদিম ভাল বোলিং করতে পারেননি। দু’ইনিংস মিলিয়ে ৫৯ ওভার বল করে ২৩৩ রান দিয়েছেন নাদিম। পেয়েছেন মাত্র চার উইকেট। ওভারপিছু রান দিয়েছেন চার। নাদিমের বদলে জাদেজাও দলে আসতে পারেন, তবে এগিয়ে রয়েছেন অক্ষরই।